About 
Md. Mehedi Hasan Sohel


◘○◘ আসসালামু আলাইকুম ◘○◘ 

HelpLineTeach.BlogSpot.Com ব্লগ সাইটে আপনাকে স্বাগতম ।



আমি মেহেদী !!

নিজের সম্পর্কে:- 

ফোল নাম:-মো:মেহেদী হাছান সোহেল। 
সার্টিফিকেট নাম:-মেহেদী হাছান। 
নিক নাম:-প্রিন্স সোহেল রানা। 
বন্ধুদের দেয়া নাম:-ডব্লিউ.বি.বি 
জন্ম সাল:- ১৯৯৫
গায়ের রং :-শ্যামলা সুন্দর।(আমি কখনও আমার গায়ের রং দেখি নাই,মায়ে বলেছে আমি নাকি শ্যামলা সুন্দর) 
ওজন:- ৬৭ কেজি। 
উচ্চতা :- ৫ ফুট সাড়ে ছয়। 
চুলের কাটিং :- মধ্য ছোট স্টাইলের স্কয়ার কাটিং।

→ আমি আমাদের পরিবারের সবার ছোট।তাই আমি মা-বাবা,ভাই-বোন সবার ভালবাসা ও স্নেহ পেয়ে ইকটু দুষ্ট টাইপের হয়েছি।কিন্তু বাবার আদর বেশি দিন ভোগ করতে পারিনি।আমি যখন অষ্টম শ্রেণিতে পড়ি তখন বাবা ইন্তেকাল করেন।আমাদের পরিবারের সবাইকে ছেরে বাবা পারি দেন পর-জগতে।

→ আমি সব সময় হাসি-খুসি থাকতে ভালবাসি।কম কথা বলতে পছন্দ করি এবং বেসি কথা শুনতে অপছন্দ করি।

পড়াশুনা:-

কুমিল্লা সিটি কলেজে এ পড়াশুনা করছি,তেমন ভালো ছাত্র না,তাই GPA জিজ্ঞেস করিয়া লজ্জা দিবেন না...। কথায় বলে যেমন কর্ম তেমন ফল। তাইতু IUBAT - University তে BSCE তে ভর্তি হতে হয়েছে।

স্বভাব-চরিত্র:-

→ মিথ্যা কথা বলা একদোম পছন্দ করিনা। মানুষের সাথে খুব সহজে মিশতে পারি,তাই সবাইকে খুব তাড়াতাড়ি আপন করে নেই ।যারা আমায় বুঝতে পারে তাদের কাছে আমি অনেক কিছু,যারা আমায় বুঝতে পারে না তাদের জন্য মেহেদী একটা মুডি ছেলে ।।

→ সব সময় আড্ডা মারতে ভালো লাগে । 
যে কোন কাজে ফাঁকি দিতে ভাল লাগে ।। 
→ অল্পতেই মুগ্ধ হই । আমাকে মুগ্ধ করা পৃথিবীর 
সবচেয়ে সহজ কাজ ।

...কিছু প্রিয় জিনিসের লিস্ট... 

→ প্রিয় ব্যাক্তিত্ত--- 

• মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এবং মা ও বাবা

→ প্রিয় শিক্ষক :-

♣ মো: মিজানুর রহমান।(স্কুল শিক্ষক)

→ প্রিয় খাবার:-

• ভুনা খিচুরি, 
• নুডলস, 
• চটপটি,ফুচকা, 
• আইসক্রিম, 
• ঝাল-মুড়ি, 
• বার্গার,পিৎজ্জা।

→ প্রিয় রং:-

• সাদা,কালো,গোলাপী,নীল ।।

→ ভ্রমনের জন্য প্রিয় স্থান:-

•কক্সবাজার,সেন্টমার্টিন,তাজমহ 
ল(আগ্রা{যাওয়ার খুব ইচ্ছা আছে})।।

→ প্রিয় পোশাক:-

• পাঞ্জাবী,জিন্স

→ অবসরে সময় কিভাবে কাটে ? 

• ইন্টারনেট,ফেসবুক,গান শুনি ।।

→ যেসব জিনিস কিছুটা অপছন্দ করি...!!

• বই পড়তে,মিষ্টি জিনিস খেতে,অপরিচিত কারো বাসায় গিয়ে অপেক্ষা করতে ।। আরও অনেক কিছু আছে যা এই মুহূর্তে মনে আসছে না,কখনো ভাল বন্ধুত্ব হলে জেনে নিও ।। 
Powered by Blogger.