অধিক ভিজিটর পাওয়ার জন্য যেসব Search Engine গুলোতে আপনার ওয়েব সাইট সাবমিট করা অতি প্রয়োজন

আসসালামু আলাইকুম, শুধু Google এ ব্লগ বা ওয়েব সাইট কে Submit করলেই হবে না অধিক ভিজিটর পাওয়ার জন্য এবং সফল ব্লগিং করতে হলে আপনাকে নাম করা Search Engine গুলোতে অবশ্যই আপনার ব্লটির জন্য আলাদা ভাবে সাবমিট করতে হবে।


আপনাকে অবশ্যই ভালো ও শক্তিশালী ব্যকলিংক (Backlink) তৈরি করতে হবে এবং তা না হলে কোন সার্চ ইঞ্জিন এ আপনার সাইট এর জন্য অবস্থান হবে না। তাই ভালোভাবে প্রতিটি সার্চ ইঞ্জিন এ আপনার সাইটকে সাবমিট করতে হবে এবং পাশাপাশি নাম করা বড় বড় ওয়েব সাইট এ আপনার ব্লগ বা সাইট এর জন্য ব্যাকলিংক তৈরি করতে হবে।

নিচে কিছু সার্চ ইঞ্জিন এর লিংক দেওয়া হলো এবং Google এ যে ভাবে সাবমিট করেছেন টিক একই ভাবে এই সাইট গুলোতেও করতে হবে।

সাইট সাবমিট এর পূর্বে কয়েকটি বিষয় মনে রাখতে হবে।সার্চ ইঞ্জিন এ সাইট সাবমিট করার জন্য কোনো টাকা লাগে না এবং আর টাকা দিয়ে কোন সাইট এর জন্য কাজ করলে সেইট কাজ ভালো হয় না বরং সাইট এর জন্য ক্ষতি বয়ে আনে। তাই নিজের সাইট এর জন্য নিজে কষ্ট করুন। এবার নিচের লিংক গুলোতে এ গিয়ে সাইটটি ভালোভাবে সাবমিট করুন।

http://submit.search.yahoo.com

http://www.bing.com/toolbox/submit-site-url

http://webmaster.yandex.com/addurl.xml

http://zhanzhang.baidu.com/sitesubmit/index

প্রতিটি সাইট সাবমিট করার দুই সপ্তাহ পার হওয়ার পর যদি কোন সার্চ ইঞ্জিন Indexing না করে তবে আপনার সাইটটি সাবমিট এর চার সপ্তাহ পর পুনরাই সাবমিট করবেন এর আগে না কিন্তু। কোন প্রশ্ন থাকলে করতে পারেন।

আল্লাহ হাফেজ।

2 comments:

  1. আপনার পোস্ট গুলো খুবই উপকারী ধন্যবাদ আপনাকে

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete

Powered by Blogger.