এসএসসি কৃষি শিক্ষা ফাইনাল সাজেশন

এসএসসি পরীক্ষার্থীদের  কৃষি শিক্ষা ফাইনাল সাজেশন।


১. রংপুর কলেজের শিক্ষার্থীরা শীতের সময়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে চট্টগ্রামের পাহাড়ি বনে বেড়াতে যায়। বনে ঘোরার সময় অনেক শিক্ষাথী গাছ ভেঙ্গে ফেলে, অনেক গাছের বাকল, পাতা নষ্ট করে। কেউ কেউ আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করে। শিক্ষাথীরা সেখানে লক্ষ করল বনের মধ্যে অনেকে পশু চড়াচ্ছে। কেউবা গাছের ডাল কেটে নিয়ে যাচ্ছে।

ক. বনবিধি কী?
খ, বনবিধান লক্ষ্মনের শাস্তির বিধান লেখ ।
গ. উদ্দীপকের কোন কাজগুলো বন আইন লর্জনের মধ্যে পড়ে কেন ব্যাখ্যা কর। ৩
ঘ. বনভূমি রক্ষার জন্য বিদ্যমান আইন যথেষ্ট নয় যুক্তিসহ ব্যাখ্যা কর। ৪

২. বাংলাদেশে কৃষি সমবায় কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করেছে। এছাড়া গ্রামের কৃষকদের সমন্বিত করে কৃষিপণ্য উৎপাদনে উদ্রুদ্ধ করেছে। কৃষি জমি, পানি, ও অন্যান্য অপ্রয়োজনীয় দ্রব্যাদির ব্যবহার করেছে। এবং কৃষিক্ষেত্রে কৃষি সমবায়ের প্রয়োজনীয়তা বেড়ে চলেছে।

ক. কাঠ সিজনিং কী?
খ. নির্দিষ্ট বিপণন সংস্থার সাথে আগে থেকে চুক্তি করা প্রয়োজন কেন? ২
গ. কৃষি সমবায় সংগঠনের কাজ বর্ণনা কর।
ঘ. “কৃষি সমবায় একটি সমন্বিত কার্যক্রম”— বক্তব্যটির যথার্থতা যাচাই কর ।৪

৩. মামুন মিয়া বর্ষার মৌসুমে তার আবাদি জমিতে পাটের চাষ করলেন কিছুদিন পর হঠাৎ তিনি তাক্ষণিক কৃষি কর্মকর্তার পরামর্শ গ্রহণ করে পোকার দমনে সফলতা লাভ করলেন এবং আশানুরূপ ফলন পেলেন।

ক. বাংলাদেশের সোনালি আঁশ কোনটি?
খ. স্বাভাবিকের তুলনায় পাটের বীজ কেন বেশি বুনতে হয়?
গ. উদ্দীপকের উল্লিখিত পোকাটির নাম কী এর দমন পদ্ধতি বর্ণনা কর । ৩
ঘ. উদ্দীপকে উল্লিখিত মামুন মিয়া কেন পাট চাষে আগ্রহী হলেন? পাট ফসলের গুরত্ব ব্যাখ্যা কর।

৪. করিম সাহেব উপকূলীয় একটি উপজেলায় নির্বাহী কর্মকর্তাকে বলেন। তার এলাকায় প্রায়ই ঝড়, জলোচ্ছাস হয়। তিনি তার এলাকায় ঝড়জলোচ্ছাস
এর মত প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধের জন্য বৃক্ষ রোপণের অনুমতি চান। তিনি এ অঞ্চলে বনায়নের উপযোগিতাও তুলে ধরেন।

ক. ম্যানগ্রোভ বন কাকে বলে?
খ. কীভাবে গাছ কাটলে পাশ্ববর্তী গাছের ক্ষতি হয় না ব্যাখ্যা কর।
গ. করিম সাহেব যে গাছগুলো লাগাবেন তার বৈশিষ্ট্য উল্লেখ কর।
ঘ. করিম সাহেব যে বনায়ন করতে চান তার উপযোগিতা বর্ণনা কর। ৪

→এসএসসি কৃষি শিক্ষা নৈর্ব্যক্তিক সাজেশন।

১. খরিপ-২ মৌসুমকে কোন কাল বলা হয়?

ক. গ্রীষ্মকাল
খ. বর্ষাকাল
গ. শরৎকাল
ঘ. হেমন্তকাল

২. বুনটের ওপর ভিত্তি করে মাটিকে কয়
ভাগে ভাগ করা যায়?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫

৩. ভূমিক্ষয়ের কারণ হচ্ছে?
i. বায়ু প্রবাহ
ii. অতিরিক্ত বৃষ্টিপাত
iii. চাষ পদ্ধতি
কোনটি সঠিক?
ক. i
খ. i ও ii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

৪. টিএসপি সারে শতকরা কত ভাগ ফসফেট থাকে?
ক. ৪৫%
খ. ৪৬%
গ. ৪৮%
ঘ. ৫০%

৫. রোগিং কয়টি পর্যায়ে করা হয়?
ক. এক
খ. দুই
গ. তিন
ঘ. পাঁচ

৬. বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প কোনটি?
ক. কেআই প্রজেক্ট
খ. সিআই প্রজেক্ট
গ. এমআই প্রজেক্ট
ঘ. জিকে প্রজেক্ট

৭. বাংলাদেশের প্রধান সবজি কোনটি?
ক. আলু
খ. বেগুন
গ. শিম
ঘ. টমেটো

৮. বন্যপ্রাণী সংশোধিত আইন কত সালে
চালু হয়েছে?
ক. ১৮৭৪
খ. ১৯৭২
গ. ১৯৭৪
ঘ. ১৯৭৮

৯. মেহগনি বীজের অংকুরোদগম কাল কত দিন?
ক. ২০-৩০ দিন
খ. ২৫-৩০ দিন
গ. ৩০-৩৫ দিন
ঘ. ৩০-৪০ দিন

১০. বর্ষায় পানি পেলে মরে যায় কোন গাছটি?
i. কাঁঠাল
ii. সেগুন
iii. মেহগনি
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. i ও ii
গ. ii ওiii
ঘ.i, ii ও iii

১১. কোনগুলো লোনা পানির মাছ?
ক. রুই, কতলা, বোয়াল
খ. ইলিশ, কই, শিং
গ. রূপচাঁদা, ছুরি, ইলিশ
ঘ. কোরাল, বোয়াল, ভেটকি

১২. মাছের কোন রোগকে ড্রপসি বলা হয়?
ক. ফুলকা পঁচা রোগ
খ. পাখনা পঁচা রোগ
গ. ক্ষত রোগ
ঘ. পেটফুলা রোগ

১৩. প্রখর সূর্যতাপে মাছ কত দিনে শুঁটকি হয়?
ক. ৭-৮ দিন
খ. ৪-৫ দিন
গ. ২-৩ দিন
ঘ. ৫-৬ দিন

১৪. হাঁসের ডিম ফুটতে কত দিন লাগে?
ক. ১৮
খ. ১৯
গ. ২১
ঘ. ২৮


নিচের অনুচ্ছেদটি পড় এবং ১৫-১৬নং প্রশ্নের
উত্তর দাও নাজমুল প্রশিক্ষণ নিয়ে
মুরগি পালন শুরু করল। সে জেনেছে কীভাবে
লেয়ার মুরগির খাদ্য তৈরি করতে হয়। এর
মাধ্যমে তার ভাগ্য বদল শুরু হয়েছে।

১৫. লেয়ার মুরগিকে দৈনিক কত গ্রাম খাদ্য
দিতে হয়?
ক. ৮০-৯০ গ্রাম
খ. ১১০-১২০ গ্রাম
গ. ১৪০-১৫০ গ্রাম
ঘ. ১৭০-১৮০ গ্রাম

2 comments:

  1. ধন্যবাদ। এত সুন্দর করে লিখার জন্য।
    কৃষি সমবায় - যেখানে কৃষকদের কৃষি কাজ করার জন্য আর্থিক, ও বিভিন্ন সেবা প্রদান করে থাকে। একটি কৃষি সমবায় হল একটি সমিতি যা কৃষি কাজে সম্পৃক্ত মানুষ দ্বারা পরিচালিত হয় এবং প্রাথমিক উদ্দেশ্য হল সদস্যদের আর্থিক, ও কৃষি কাজ জনিত সুবিধা প্রদান করা।
    কৃষি সমবায়গুলো বিভিন্ন রূপে, বিভিন্ন দেশে, বিভিন্ন উদ্দেশ্য পরিচালনা করে থাকে।
    এই ব্লগ পোস্টে, আমরা কৃষি সমবায় কি ? কত প্রকার, উদ্দেশ্য ও মূল ভিত্তি কীভাবে এটি কৃষি উৎপাদনকারী এবং ভোক্তাদের সমানভাবে উপকৃত করতে পারে তা অনুসন্ধান করেছি। আমরা বিভিন্ন ধরনের কৃষি সমবায়ের একটি সংক্ষিপ্ত বিবরণ প্রদান করেছি।

    ReplyDelete
  2. Answer kothay😣😣😣😣

    ReplyDelete

Powered by Blogger.