এসএসসি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাজেশন

এসএসসি পরীক্ষার্থীদের জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ফাইনাল সাজেশন।


১. ১৯৭২ সালের ১০ এপ্রিল গণপরিষদে বাংলাদেশের সর্বোচ্চ দলিল তৈরির জন্য ৩৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। ন্যাপের সুরঞ্জিত সেনগুপ্ত উক্ত কমিটির সদস্য ছিলেন। এই কমিটি মাত্র দশ মাসে এ দলিলটি বাংলাদেশকে উপহার দিতে সক্ষম হয়।

ক. বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন?
খ. ‘জাতীয় শিশু নীতি—২০১১ এর ব্যাখ্যা দাও।
গ. উদ্দীপকে উল্লিখিত দলিলটির বৈশিষ্ট্য বর্ণনা কর।
ঘ. উক্ত দলিলে বাঙালি জাতির আশাআকাঙ্কার প্রতিফলন ঘটে— বিশ্লেষণ কর ।৪


২.


ক. ভূ-অভ্যন্তরের কোন স্তরের প্রকৃতির উপর পৃথিবীর চুম্বকত্ব অনেকাংশে নির্ভর করে?
খ. চিত্রসহ মরাকটাল বর্ণনা কর।
গ, '?' চিহ্নিত স্থানের দ্রাঘিমা নির্ণয় কর।
ঘ. উদ্দীপকের স্থান দুইটিতে দিনের ভিন্নতার কারণ বিশ্লেষণ কর। ৪

৩. ২৪ জুলাই ২০১৬ রাত আনুমানিক ৯.০০ টায় কুমিল্লাসহ সারা দেশে। ৬.৮ মাত্রায় প্রচণ্ড ভূকম্পন অনুভূত হয়। উক্ত প্রাকৃতিক দুর্যোগটিতে মায়ানমারের ৪ জন মারা যায় ও বহু পেগোডা ধ্বংস হয়।

ক. কোন ঋতুতে বাংলাদেশের উত্তর অপেক্ষা দক্ষিণ দিকে তাপমাত্ৰা ক্ৰমান্বয়ে বেশি থাকে?
খ. বরিশালের ভূমির গঠন ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত ঘটনার কারণ বর্ণনা কর।
ঘ. কীভাবে উক্ত প্রাকৃতিক দুর্যোগের কবল থেকে জানমালের ক্ষয়ক্ষতি কমানো যায়? বিশ্লেষণ কর।

৪. লন্ডন প্রবাসী জেফরি বাংলা ভাষায় কথা বলতে স্বস্তিবোধ করে না বলে। সে ইংরেজী ভাষা ব্যবহার করে। তার মা তাকে অনেক বুঝানোর চেষ্টা করে।
বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষা করতে গিয়ে এদেশের মানুষদের জীবনদান, তাদের সংগ্রাম গল্পের মত করে তাকে শোনায়। এসব শুনে জেফরি অবাক হয়। কিন্তু
বাংলা ভাষা তার কাছে দুর্বোধ্যই থেকে যায়।

ক. ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান হয় কত সালে?
খ. মৌলিক গণতন্ত্র বলতে কী বোঝায়?
গ. জেফরির মায়ের বক্তব্য কোন ঘটনার ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।
ঘ. জেফরির চিন্তা চেতনা বাঙালি জাতীয়তাবাদ বিকাশের অন্তরায়’ – উক্তিটি বিশ্লেষণ কর।

৫.


ক. বাংলাদেশের গণতন্ত্রের পুনর্যাত্রা শুরু হয় কত সালে?
খ, স্বাধীনতা অর্জনে গণতন্ত্রের ভূমিকা লেখ ।
গ. বাংলাদেশের স্বাধীনতা অর্জনে উদ্দীপকে উল্লিখিত ব্যক্তিদের অবদান লিখ ॥৩
ঘ. উদ্দীপকে উল্লিখিত বঙ্গবন্ধু গৃহীত পদক্ষেপগুলোই কি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছিল? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।

৬. গত ১৫ সেপ্টেম্বর একটি জাতীয় দৈনিক পত্রিকায় একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মারামারির খবর পড়ে রফিক সাহেব খুবই মর্মাহত হন। তার তখন স্বাধীনতা পূর্বে ছাত্রদের বিভিন্ন ভূমিকার কথা মনে পড়ে যায়। তিনি তখন ছাত্র ছিলেন। বিশাল মিছিলে ছাত্ররা শিক্ষার সুযোগ-সুবিধা আদায় ছাড়াও অন্যান্য
দাবি নিয়ে এগিয়ে যাচ্ছে। পরে ছাত্রদের সাথে বিভিন্ন শ্রেণির লোক যোগ দেয়। গুলিতে কয়েকজন ছাত্রনেতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ও শ্রমিক
নিহত হয়। রাজপথে, সরকারি অফিস ছাত্রদের নিয়ন্ত্রণে চলে যায়।

ক. পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতির দায়িত্ব পালন করেন কে?
খ. কীভাবে পূর্ব বাংলা পাকিস্তানের একটি প্রদেশে পরিণত হয়?
গ. রফিক সাহেবের কোন আন্দোলনের কথা মনে পড়ে যায়? বর্ণনা কর। ৩
ঘ. শিক্ষার সুযোগ-সুবিধা আদায়ই কি উক্ত আন্দোলনের মুখ্য কারণ ছিল? বিশ্লেষণ কর।


৭. নাদিয়ার বাবা একজন মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধে বীরত্ব দেখানো জন্য তিনি সরকার থেকে পদক পান। তিনি তৎকালীন পাকিস্তান সামরিক বাহিনীর সদস্য
ছিলেন। নাদিয়ার চাচা মুক্তিযুদ্ধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। এ পর্যন্ত তিনি সে সময় ঢাকা থেকে গ্রামে চলে আসেন। গ্রামের আরো কয়েকজন ছেলেকে এক সাথে করে তিনি যুদ্ধের ট্রেনিং এর ব্যবস্থা করেন। ট্রেনিং শেষে তারা সবাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।

ক. মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী কে ছিলেন?
খ. মুক্তিযুদ্ধকে গণযুদধ বলার কারণ ব্যাখ্যা কর।
গ. নাদিয়ার চাচা কোন বাহিনীর সদস্য ছিলেন? ব্যাখ্যা কর।
ঘ. স্বাধীনতা অর্জনে কী শুধু নাদিয়ার বাবার মতো মুক্তিযোদ্ধাদেরই ভূমিকা। ছিল? তোমার যুক্তি দাও।


৮. আন্তর্জাতিক একটি সংগঠনের এক অনুষ্ঠানে যোগ দিতে বিশ্বের অনেক দেশ থেকেই অতিথিবৃন্দ ঢাকায় এসেছে। বক্তৃতার মধ্যে দাড়িয়ে নিজ দেশের পরিচয় দেন জনাব রাকেশ কুমার এভাবে- “আমি এমন দেশের নাগরিক যে দেশ আপনাদের স্বাধীনতা যুদ্ধে সরাসরি সমর্থন জানায় এবং আপনাদের খুব নিকটে আমাদের দেশ অবস্থিত। এ সমর্থনের কারণে আপনাদের শত্ন আমার দেশেও বিমান হামলা চালায়।”

ক. বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কী নামে আখ্যা দেয়া হয়েছে?
খ. বাংলাদেশের মুক্তিযুদ্ধে গণমাধ্যমের ভূমিকা ব্যাখ্যা কর।
গ. রাকেশ কুমারের দেশটি বাংলদেশের মুক্তিযুদ্ধের ক্ষেত্রে যে ভূমিকা রেখেছিল তার ব্যাখ্যা দাও।
ঘ. তুমি কি মনে কর রাকেশ কুমারের দেশের মতো সোভিয়েত ইউনিয়ন ও সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলো বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশেষ ভূমিকা পালন করেছিল? উত্তরের সপক্ষে মতামত দাও।


৯. যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্রকে পুনর্গঠনের সঠিক দায়িত্ব নিয়েই যাত্রা শুরু করেন। ‘ক’ রাষ্ট্রের মহান নেতা জনাব রহমান সাহেব। প্রথমেই তিনি রাষ্ট্র পরিচালনার মূল দলিল তৈরি করেন। তার দলিলটি ছিল ‘ক’ রাষ্ট্রে স্বকীয় বৈশিষ্ট্যে মহিমান্বিত। তার অন্যান্য কার্যাবলির সাথে অর্থনৈতিক পাচশালা পরিকল্পনা শোষণহীন সমাজ গঠনে কার্যকর ভূমিকা পালন করে।

ক. কোন দেশ ছিল বহির্বিশ্বে মুক্তিযুদ্ধের পক্ষে প্রচারের প্রাণ কেন্দ্ৰ? ১
খ. বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারীর ভূমিকা ছিল গৌরবোজ্জ্বল— ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকের মহান নেতার কার্যাবলির সাথে তোমার রাষ্ট্রের কোন মহান নেতার কার্যাবলির মিল রয়েছে? পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা কর। ৩
ঘ. তুমি কি মনে কর তোমার রাষ্ট্রের মহান নেতার রাষ্ট্র পরিচালনার মূল। দলিলটি রাষ্ট্রে স্বকীয় বৈশিষ্ট্যে মহিমান্বিত? বিশ্লেষণ কর। 

No comments

Powered by Blogger.