এসএসসি জীব বিজ্ঞান সাজেশন

এসএসসি পরীক্ষার্থীদের জন্য জীববিজ্ঞান ফাইনাল সাজেশন।


১. নিচের চিত্র দুটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও :



ক. অক্সিজোম কী?
খ. জটিল টিস্যকে পরিবহন টিস্যু বলা হয় কেন?
গ. চিত্রের ‘ক’ চিহ্নিত টিস্যুর গঠন বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপনা গ্রহণ করে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করতে চিত্রের ‘খ’ চিহ্নিত
টিস্যুর গুরুত্ব অপরিসীম- বিশ্লেষণ করো।

২. নিচের অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও :

আমাদের শরীরের কোন অংশ কেটে গেলে লাল রংয়ের যে তরল পদার্থ বের হয় তা রক্ত। এটি এক ধরনের তরল যোজক কলা। এর উপাদান ২টি, রক্তরস। ও রক্তকণিকা। শিরাধমনীকৈশিক নালী এবং হৃদপিণ্ড নিয়ে যে তন্ত্র গঠিত তা রক্ত সংবহন তন্ত্র।

ক. সার্বজনীন দাতা ব্লাড গ্রুপ কোনটি?
খ. প্রস্বেদনকে প্রয়োজনীয় ক্ষতি বলা হয় কেন?
গ. উদ্দীপকে যে তন্ত্রের নাম বলা হয়েছে তার প্রধান অঙ্গের গঠন বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের উপাদানটি প্রাণীদেহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে- বিশ্লেষণ করো।

৩.নিচের অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও :

বেচে থাকার জন্য সকল জীবকেই খাদ্য গ্রহণ করতে হয়। খাদ্য ছাড়া আমরাও বাঁচব না। কিন্তু সুস্থভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজন সুষম খাদ্যের। আর সুষম খাদ্য নির্বাচনের জন্য কিছু নীতিমালা মানতে হবে।

ক. আমিষ জাতীয় খাদ্যের মূল উপাদান কী কী?
খ. উদ্ভিদদেহে পটাসিয়ামের কাজগুলো লেখ ।
গ. উদ্দীপকে সুস্থভাবে বেঁচে থাকার জন্য যে খাদ্যের কথা বলা হয়েছে তার বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।

৪. মুশফিক ক্রিকেট খেলতে গিয়ে ডান পায়ের হাঁটুতে প্রচণ্ড আঘাত পেল। ডাক্তার পরীক্ষানিরীক্ষা করে বললেন, তার হাটুর সংযোগস্থলের বন্ধনী ছিড়ে
গিয়েছে। তিনি আর বললেন যে, দেহকে সচল রাখতে কঙ্কাল ও পেশির ব্যাপক ভূমিকা রয়েছে।

ক. HIV এর পূর্ণরূপ লিখ।
খ. মধ্যচ্ছদা বলতে কী বুঝায়?
গ. মুশফিকের আঘাতপ্রাপ্ত স্থানের গঠন বর্ণনা করো।
ঘ. ডাক্তারের শেষ বক্তব্যটি তার দেহের জন্য কতটুকু ভূমিকা রাখে তা বিশ্লেষণ করো।


৫. নিচের চিত্র দেখো এবং প্রশ্নগুলোর উত্তর দাও:-



ক. বিয়োজক কী?
খ. জোজোবা গাছ গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা করো।
গ. X-চিত্রের B অংশের উৎপত্তি কীভাবে ঘটে তা চিত্রসহ বর্ণনা করো। ৩
ঘ. ফুলের বংশ রক্ষার ক্ষেত্রে চিত্রের A, B, C অংশের তাৎপর্য বিশ্লেষণ করো।

৬. নিচের চিত্র দেখো এবং প্রশ্নগুলোর উত্তর দাও:-



ক. ক্যারিওকাইনেসিস কী?
খ. মিয়োসিস কোষ বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন?
গ. উদ্দীপকের A কোষ বিভাজনটি কোন ধরনের জীবে ঘটে— ব্যাখ্যা কর। ৩
ঘ, চিত্রের B প্রক্রিয়াটি সঠিকভাবে না ঘটলে জীবে কী সমস্যা হতে পারে বিশ্লেষণ কর।

৭. 


ক. জৈব মুদ্রা কী?
খ, গ্লাইকোলাইসিস বলতে কী বুঝায়?
গ. উদ্দীপকের আলোকে শর্করা তৈরির এ প্রক্রিয়াটি বর্ণনা কর।
ঘ. “উদ্দীপক সংশ্লিষ্ট প্রক্রিয়াটি জীবজগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক প্রক্রিয়া”-উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর।


No comments

Powered by Blogger.