এসএসসি উচ্চতর গণিত নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তরমালা

এস.এস.সি. উচ্চতর গণিত বহুনির্বাচনি অভীক্ষা (সম্ভাব্য উত্তরমালা) 


১. cos theta = ½ ............ হলে  theta এর মান কত? 
উত্তর: (গ) 5 Pi/3 
২. a, b, c পর পর তিনটি ধনাত্মক অখ- সংখ্যা, যেখানে a < b < c হলে, নিচের কোনটি সঠিক? 
উত্তর: (ক) 1 + ac = b2   
৩. (x2 – 2xy + y2)2  এর বিস্তৃতিতে পদ সংখ্যা কয়টি? 
উত্তর: (ঘ) 5
৪. p(x, y)  বিন্দু থেকে y অক্ষের দূরত্ব কত?
উত্তর: (ক) x একক 
৫. A (3, 2), B(6, 5)  এবং C (–1, 4) ) শীর্ষবিন্দু অইঈ ত্রিবুজের ক্ষেত্রফল কত? 
উত্তর: (খ) 9 বর্গ একক 
৬.  3x – 2y – 1 = 0 রেখার ঢাল কত?
উত্তর: (ঘ) 3/2
৭. ত্রিভুজ ABCএ- 
উত্তর: (ক) i, ii
৮. কোণকের হেলানো উচ্চতা কত? 
উত্তর: (ক) 5 সে.মি.
৯. বেলন এবং কোণকের আয়তনের পার্থক্য কত? 
উত্তর: (ক) 75.40 ঘন সে.মি.
১০. মার্বেলটি হলুদ হওয়ার সম্ভাবনা কত? 
উত্তর: (ক) 0
১১. মার্বেলটি কালো এবং লাল হওয়ার সম্ভাবনার যোগফল কত?
উত্তর: (ঘ) 13/18
১২. একটি ছক্কা নিক্ষেপে মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা কত? 
উত্তর: (ক) 1/2
১৩. A = {1, 2, 3, 4, 5} হলে P(A) এর উপাদান কয়টি? 
উত্তর: (ঘ) 32
১৪. S = {(x, y) : x2 + y2 – 36 =0}  হলে- 
উত্তর: (গ) ii, iii
১৫. 5x2 – 3x -1  কে (2x + 1)  দ্বারা ভাগ করলে ভাগশেষ কত? 
উত্তর: (ঘ) 7/4
১৬. ত্রিভুজ ACD- এ AN : AG = কত? 
উত্তর: (গ) 3 : 2
১৭. AB = AD = 3   সে.মি., BC = 2.5  সে.মি., CD = 3.5   সে.মি. ও AM = 2 সে.মি. হলে BD = কত? 
উত্তর: (খ) 4.5 সে.মি.
১৮. একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি মধ্যমার দৈর্ঘ্য 4 সে.মি. হলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত? 
উত্তর: (খ) 4.62 সে.মি.
১৯. একটি ত্রিভুজের নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ 2 সে.মি. হলে ঐ ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল কত? 
উত্তর: (ঘ) 16 Pi বর্গ সে.মি.
২০. 4x – 4 = 32x – 8 হলে x এর মান কত? 
উত্তর: (ক) 4
২১. – x + 1 > 21  অসমতাটির সমাধান সেট কোনটি? 
উত্তর: (ক) S = {x E R : x < -20}
২২. 1 + 1/3 + 1/9 .......... ধারার সমষ্টি কত? 
উত্তর: (ঘ) 3/2
২৩.(–98 degree)  কোণটি কোন চতুর্ভাগে থাকবে? 
উত্তর:  (গ) ৩য়
২৪. সকাল 8.30 টায় ঘড়ির ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার অন্তর্গত কোণ কত ডিগ্রি? 
উত্তর: (গ) 75
২৫.  যদি m, n, x > 0  এবং m is not 1, n is not 1 হয়, তবে-
উত্তর: (ঘ) i, ii, iii

No comments

Powered by Blogger.