এসএসসি বিজ্ঞান ফাইনাল সাজেশন

এসএসসি পরীক্ষার্থীদের জন্য বিজ্ঞান সাজেশন।


১. নিচের ছক দেখে প্রশ্নগুলোর উত্তর দাও:


ক. ক্যালসিয়ামের অভাবে বয়স্ক মহিলাদের কী রোগ হয়?
খ. প্রতিদিন ভিটামিন ‘সি’ জাতীয় খাদ্য খাওয়া প্রয়োজন কেন?
গ. উদ্দীপকে A এর খাদ্যগুলো শরীরে কি ভূমিকা পালন করে- ব্যাখ্যা কর ।৩
ঘ. ১২ বছরের একটি শিশু যদি উদ্দীপকের B এর খাদ্যগুলো না খায় তবে কী। হবে- বিশ্লেষণ কর ।

২.  রুস্তমের বাড়ির পাশ দিয়ে একটি ছোট নদী বয়ে গেছে। নদীটির পানি ঘোলাটে। এ নদীর পানির pH পরীক্ষা করে পাওয়া গেছে ৪.৮। নদীটিতে তেমন কোন জলজ উদ্ভিদ ও প্রাণী নেই।

ক. ব্লিচিং পাউডারের সংকেত লিখ।
খ. সমুদ্রের পানিতে ইলিশ মাছ ডিম পাড়ে না কেন?
গ. উদ্দীপকের নদীটিতে জলজ প্রাণী না থাকার কারণ ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের নদীটির পানির মানদন্ড যাচাই কর।

৩.  রহমান সাহেব তার বাসায় 100W এর ৫টি বান্ধ, 70W এর ৫টি ফ্যান, 200W এর একটি TV ও 150W এর একটি ফ্রিজ ব্যবহার করেন। বান্ধগুলো দৈনিক 5 ঘন্টাফ্যান 6 ঘন্টা, TV 10 ঘন্টা ও ফ্রিজ 18 ঘন্টা চলে।
প্রতি ইউনিটের মূল্য 5 টাকা।

ক. তড়িৎ ক্ষমতা কাকে বলে?
খ. আইপিএস এবং ইউপিএস এর মধ্যে দুইটি পার্থক্য লিখ।
গ. জানুয়ারি মাসের রহমান সাহেবের বাসায় কত টাকা বিদ্যুৎ বিল আসবে? ৩
ঘ. যদি রহমান সাহেব 100W এর পরিবর্তে 25W এর বান্ধ ব্যবহার করেন। তাহলে কত টাকা মাসে সাশ্রয় হবে? বিশ্লেষণ কর।

৪. করিমের বয়স ২০ বছর। তার উচ্চতা ১.৫ মিটার এবং তার ওজন ৫৩ কেজি। ইদানিং তার মধ্যে অলসতা ও হতাশা পরিলক্ষিত হচ্ছে এবং খাওয়ার প্রতি তার আগ্রহ কমে যাচ্ছে।

ক. সুষম খাদ্য বলতে কী বুঝ?
খ. রাফেজযুক্ত খাবারের দুইটি গুরুত্ব লিখ।
গ. উদ্দীপকের আলোকে করিমের BMI নির্ণয় কর।
ঘ. করিমের মধ্যে উপরোক্ত লক্ষণগুলোর কারণ ও প্রতিকার সম্পর্কে তোমার মতামত ব্যক্ত কর।

৫. সুমন ক্লাসে পিছনের বেওে বসলে ঠিকমত বোর্ডের লেখা পড়তে পারে। না। আবার তার নানী কাছের বস্তু ঠিকমত দেখতে পান না। ডাক্তার সুমনকে -2D এবং তার নানীকে +2D চশমা ব্যবহারের পরামর্শ দিলেন।

ক. ফোকাস দূরত্ব কী?
খ. স্পষ্ট দৃষ্টির নূ্যনতম দূরত্ব বলতে কী বুঝায়?
গ. সুমন ও তার নানীর চোখের সমস্যার কারণগুলো ব্যাখ্যা কর।
ঘ. দুজনের দুই ধরনের চশমা ব্যবহার করা প্রয়োজন-বিশ্লেষণ কর। ৪

৬.  ক্রমাগত ড্রাগ গ্রহণের ফলে একজন ব্যক্তি এমন অবস্থার দিকে এগিয়ে। যায় যে, ড্রাগস এর সাথে মানসিক ও শারীরিক সম্পর্ক তৈরি হয় এবং ড্রাগস
গ্রহণ ছাড়া তারা সমস্যা অনুভব করে একে বলে ড্রাগ আসক্তি। এ আসক্তির ফলে বিভিন্ন সমস্যা ঘটে এবং একে নিয়ন্ত্রণ করার জন্য সামাজিক ও সরকারি
পদক্ষেপ গ্রহণ করা উচিত।

ক. সুষম খাদ্য কাকে বলে?
খ. ফাস্ট ফুড বলতে কী বুঝায়?
গ. উপরোক্ত অবস্থার কারণসমূহ কী কী?
ঘ. উদ্দিপকের শেষের বাক্যটি বিশ্লেষণ কর।

৭. বৈশ্বিক উষ্ণতার প্রভাবে বাংলাদেশে বৃষ্টিপাতের ধরণ পাল্টে যাচ্ছে। বিভিন্ন শিল্প বর্জ্য নদ-নদীর পানি দূষণ ঘটাচ্ছে। তাই পানিদূষণ প্রতিরোধে
বিভিন্ন কৌশল খুঁজে বের করতে হবে।

ক. P H কী?
খ. পানিকে সর্বজনীন দ্রাবক বলা হয় কেন?
গ. উদ্দিপকের আলোকে বাংলাদেশের পানিদূষণের কারণগুলো ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দিপকে উল্লেখিত পরিবেশের উপাদানটি দূষণ প্রতিরোধে করণীয় এবং নাগরিক দায়িত্ব সম্পর্কে তোমার মতামত ব্যক্ত কর।

৮. রাকিব একজন ডাক্তার। একদিন সে লক্ষ করল তার বাবার দেহের কোনো একটি ক্ষত শুকাতে দেরি হচ্ছে। সামান্য পরিশ্রমে তার বাবা দুর্বল হয়ে
পড়ে। রাকিব তার বাবার কিছু পরীক্ষা নিরীক্ষা করালেন এবং কিছু নিয়ম মেনে চলার পরামর্শ দিলেন।

ক. রক্ত কী?
খ. সিস্টোলিক ও ডায়ালিক রক্ত চাপ বলতে কী বুঝায়?
গ, রাকিবের বাবার কী রোগ হয়েছে- ব্যাখ্যা কর।
ঘ. রাকিব তার বাবাকে যে সমস্ত পরামর্শ দিয়েছে তার গুরুত্ব বিশ্লেষণ কর। ৪


৯. সৃষ্টির শুরুতে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব ছিল না। সময়ের পরিবর্তনের সাথে সাথে প্রাণের উদ্ভব হয়েছে এবং বর্তমান অবস্থায় উপনীত হয়েছে। এটিই বিবর্তন নামে পরিচিত। বিবর্তন একটি চলমান প্রক্রিয়া।

ক. জীবন্ত জীবাশা কী?
খ. বিবর্তন ও জৈব বিবর্তন বলতে কী বুঝায়?
গ. উদ্দীপকে আলোচিত ঘটনাটি ছকের মাধ্যমে দেখাও।
ঘ. রাসায়নিক বিবর্তন ছাড়া উদ্দীপকের ঘটনাটি কখনই সম্ভব হতো না। উক্তিটির স্বপক্ষে যুক্তি দাও ।


No comments

Powered by Blogger.