এসএসসি ফিন্যান্স ও ব্যাংকিং নৈর্ব্যক্তিক সমাধান

এস.এস.সি. ফিন্যান্স ও ব্যাংকিং বহুনির্বাচনি অভীক্ষা (সম্ভাব্য উত্তরমালা) 



১. অর্থবার্ষিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে m এর মান কত হয়?
উত্তর: (ঘ) ২ 
২. প্রত্যয়নপত্র কার অনুকূলে ইস্যু করা হয়?
উত্তর: (গ) রপ্তানিকারক 
৩. ঝুঁকি গ্রাস করা যায়-
উত্তর: (ঘ) সঠিক পরিকল্পনার মাধ্যমে, প্রতিষ্ঠানের ব্যয় হ্রাস করে, বিভিন্ন কৌশল অবলম্বন করে 
৪. সুদের হার বাড়লে-
উত্তর: (খ) বিনিয়োগ এর বাজারমূল্য কমবে 
৫. কাঠামোভিত্তিক ব্যাংক কয়টি?
উত্তর: (গ) ৪ 
৬. ৫০০ টাকার বিলে ২% বাট্টা ধার্য করা হলে কত টাকা নগদ সংগ্রহ করা যাবে?
উত্তর: (ক) ৪৯০ টাকা 
৭. মিসেস আয়শার জন্য কোন ধরনের হিসাব যথোপযুক্ত?
উত্তর: (খ) সঞ্চয়ী হিসাব 
৮. মিসেস আয়শা তার ব্যাংক থেকে যে ধরনের সেবা ও সুবিধা পেতে পারেন সেগুলো হল-
উত্তর: (গ) স্বল্পহারে সুদপ্রাপ্তি, যতবার খুশি ততবার টাকা জমা রাখা 
৯. World Trade Organization (WTO)  কোন দশকে আত্মপ্রকাশ করে?
উত্তর: (গ) ১৯৯০ 
১০. বন্ডের যে সকল বৈশিষ্ট্য রয়েছে তা হল-
উত্তর: (ঘ) জামানত, পরিকপ¦তা, রূপান্তরযোগ্যতা 
১১. হুকুম চেকের বৈশিষ্ট্য কোনটি?
উত্তর: (ঘ) কেবল নির্দিষ্ট ব্যক্তি অর্থ উত্তোলন করতে পারে 
১২. মূলধন বাজেটিং এর মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়-
উত্তর: (ক) স্থায়ী সম্পত্তি ক্রয়ের, স্থায়ী সম্পত্তি আধুনিকায়নের 
১৩. অর্থায়নের দীর্ঘমেয়াদি উৎস-
উত্তর: (খ) ঋণপত্র 
১৪. দেশের মুদ্রাবাজা  নিয়ন্ত্রণ করে-
উত্তর: (খ) সরকার, কেন্দ্রীয় ব্যাংক 
১৫. এই ধরনের লভ্যাংশ প্রদানের নীতিকে কী বলা হয়?
উত্তর: (গ) লভ্যাংশ প্রদান অনুপাত নীতি 
১৬. উপরোক্ত উদ্দীপক অনুসারে লভ্যাংশ প্রদানের পরিমাণ কত হবে?
উত্তর: (ক) ১২,৫০,০০০ টাকা 
১৭. ঋণদান, নোট ইস্যু এগুলো ব্যাংকের কোন ধরনের নীতি?
উত্তর: (খ) বিশেষায়নের নীতি 
১৮. পরিচালন ব্যয়ে স্থায়ী খরচের পরিমাণ বেশি হলে কী তৈরি হয়?
উত্তর: (ক) ব্যবসায়িক ঝুঁকি 
১৯. ট্রাভেলারস্ চেক হতে বাণিজ্যিক ব্যাংক কী পেয়ে থাকে?
উত্তর: (খ) কমিশন 
২০. ঋণের শেষ আশ্রয়স্থল-
উত্তর: (গ) বাংলাদেশ ব্যাংক 
২১. বিরাষ্ট্রীয়করণ প্রক্রিয়া কখন শুরু হয়?
উত্তর: (গ) সত্তরের দশকে 
২২. মুনাফার অংশ শেয়ারহোল্ডার বা মালিকগণের মধ্যে বণ্টন না করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখাকে কী বলে?
উত্তর: (খ) সংরক্ষিত তহবিল 
২৩. নিট মুনাফার সাথে কোনটি যোগ করলে নগদ আন্তঃ প্রবাহ পাওয়া যায়?
উত্তর: (ক) অবচয় 
২৪.  কাঠামোর ভিত্তিতে এক্সিম ব্যাংক কোন ধরনের ব্যাংক?
উত্তর: (খ) শাখা ব্যাংক
২৫. আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) এর সদস্য সংখ্যা কতটি দেশ? 
উত্তর: (গ) ১৮৯ 
২৬. xyz  এর সাধারণ শেয়ার মূলধন ব্যয় কত? 
উত্তর: (গ) ১০.২১% 
২৭. যদি বৃদ্ধির হার ৩.৫% হয় সেক্ষেত্রে সাধারণ শেয়ার মূলধন ব্যয় কত? 
উত্তর: (ক) ১০.৭৫% 
২৮. কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক কতজন? 
উত্তর: (খ) ১২ 
২৯. ARR এর পূর্ণরূপ কী? 
উত্তর: (গ) Annual Rate of Return 
৩০. বিদ্যালয় একটি- 
উত্তর: (ঘ) সামাজিক প্রতিষ্ঠান

1 comment:

Powered by Blogger.