ব্লগার টেমপ্লেট থেকে রিমুভ করুন ক্রেডিট লিঙ্ক

অনেকেই বিভিন্ন সময়ে ব্লগে লেখালেখি করতে চাইলে প্রথমে ব্লগারকে তাদের প্লাটফরম হিসেবে পছন্দ করে। কিন্তু ব্লগারের সমস্যা হলো তাদের ডিফল্ট টেমপ্লেট গুলো সাধারণত বেশীরভাগ ব্যবহারকারী পছন্দ করেন না। এজন্য তারা কাস্টম টেমপ্লেট ব্যবহার করতে পছন্দ করে। কিন্তু কাস্টম টেমপ্লেটের মধ্যে পেইড টেমপ্লেট গুলো অনেকে প্রথম অবস্থায় কিনতে চায় না আবার অনেকের ক্রেডিট কার্ড বা অন্যান্য ইন্টারন্যাশনাল ট্রান্সজেকশন ব্যবস্থা না থাকায় থিমফরেস্ট,টেমপ্লেটিজম সহ বিভিন্ন সাইট থেকে টেমপ্লেট কিনতে পারেনা। ফলে তাদের ফ্রি টেমপ্লেটের উপর নির্ভরশীল হতে হয়। কিন্তু ফ্রি টেমপ্লেটে বিভিন্ন ক্রেডিট লিঙ্ক দেওয়া থাকে যা অনেক ব্লগারের কাছে অস্বস্তিকর। তারা অনেকেই টেমপ্লেট থেকে ক্রেডিট লিঙ্ক রিমুভ করতে চাইলেও তা করতে পারেনা কেননা ক্রেডিট লিঙ্ক গুলো জাভাস্ক্রিপটের মাধ্যমে টেমপ্লেটে এমনভাবে লিঙ্ক করা থাকে যে যদি ক্রেডিট লিঙ্ক রিমুভ করা হয় তাহলে কোনো ভিজিটর ঐ ব্লগ সাইটটিতে প্রবেশ করলে তা রিডাইরেক্ট হয়ে ক্রেডিট লিঙ্কের সাইটে চলে যায়।

এখন আমি আপনাদের এমন একটা পদ্ধতি সম্পর্কে জানাতে যাচ্ছি যা ব্যবহার করলে সাপও মরবে আবার লাঠিও ভাঙবেনা অর্থাৎ সাইটে ক্রেডিট লিঙ্ক দেখাও যাবেনা আবার আপনার সাইটও রিডাইরেক্ট হবেনা।

চলুন দেখে নিই এজন্য আপনাকে যা যা করতে হবেঃ



১. প্রথমে আপনার ব্লগার অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। তারপর আপনাকে টেমপ্লেট অপশনে ক্লিক করতে হবে। তারপর টেমপ্লেটেরর পেজ ওপেন হলে এডিট এইচটিএমএল এ ক্লিক করতে হবে।

২. এখন আপনি আপনার টেমপ্লেটের কোড গুলো দেখতে পাবেন। এখান থেকে আপনার ক্রেডিট লিঙ্কটি খুজে বের করুন। এজন্য কীবোর্ডে Ctlr+F বাটন প্রেস করুন এবং সার্চ বক্সে ক্রেডিট লিঙ্কটির নাম লিখে এন্টার চাপুন।তাহলে আপনি আপনার ক্রেডিট লিঙ্ক পেয়ে যাবেন।

৩. এবার দেখুন ক্রেডিট লিঙ্কটি <a href="http://domain.com" id="credit">Domain.Com</a> এরকম ভাবে লেখা আছে। এখন আপনি id="credit" এর পরে style="visibility:hidden" লিখুন এবং টেমপ্লেট সেভ করে বের হয়ে আসুন।

৪. এবার আপনার ব্লগে যেয়ে দেখুন ক্রেডিট লিঙ্কটি আর নেই।

প্রথম অবস্থায় আপনারা এই কাজটি করতে পারেন। তবে সময় এবং জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে অবশ্যই পেইড টেমপ্লেট ব্যবহার করবেন।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।

No comments

Powered by Blogger.