ব্লগে Custom Robots txt এবং Custom robots header tags করার উপায়

কিভাবে আপনার ব্লগার ব্লগ এর Custom Robots txt এবং Custom robots header tags যুক্ত করবেন?



আসসালামু আলাইকুম, ব্লগার ব্লগ এর Custom Robots txt এবং Custom robots header tags খুব দরকারি একটা জিনিস Seo এর ক্ষেত্রে। তাহলে আর দেরি না করে নীচে থেকে দেখে নিন কিভাবে কাজ টি করবেন।

 User-agent: *
Disallow: /search
Allow: /

Sitemap: http://helplineteach.blogspot.com/atom.xml?redirect=false&start-index=1&max-results=500

বি.দ্র: HelpLineTeach এর জাগায় আপনার সাইটের নাম দিন।

উপরের কোড গুলোকে কপি করে নিন। 

এবার ব্লগ এর ড্যাশবোর্ড থেকে Settings এ ক্লিক করে Search Preferences এ ক্লিক করে Custom Robots txt এ ক্লিক করুন তারপর উপরে কপি করা কোডটি সেখানে পেস্ট করুন। নীচের চিত্রে দেখুন।



এবার সেভ করুন। এর পর তার নিচের Custom robots header tags সেটিং নিচের চিত্রের মত করে দিন।



সেভ করে বেরি আসুন। ব্যাস হয়ে গেল।

আজ এ পর্যন্তই! আল্লাহ হাফেজ।

No comments

Powered by Blogger.