এসএসসি বাংলা দ্বিতীয় পত্র মডেল টেস্ট প্রশ্ন

এসএসসি বাংলা দ্বিতীয় পত্র মডেল টেস্ট প্রশ্ন।



রচনামূলক প্রশ্ন:

১। যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা
করো।

(ক) শীতের সকাল
(খ) শিশুশ্রম

২। পত্র লেখো (যেকোনো একটি)

(ক) মনে করো, তুমি বর্ষণ। তুমি মিঠাপুকুর উচ্চ বিদ্যালয়
থেকে এ বছর এসএসসি পরীক্ষা দেবে।
বিদ্যালয়ের শেষ দিনে তোমার মানসিক অবস্থার বর্ণনা
দিয়ে তোমার প্রবাসী বন্ধু অঙ্গনের কাছে একটি
পত্র লিখ।

অথবা,

(খ) দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধকল্পে জনমত তৈরি
করার জন্য সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি
পত্র লিখ।

৩। সারাংশ লিখঃ

যাহারা মুখ্যভাবে ঠকাইয়া স্বার্থসিদ্ধি করিতে যায়, আমরা
তাহাদিগকে শীঘ্রই চিনিয়া ফেলি এবং শঠ, তস্কর,
অত্যাচারী ইত্যাদি নিন্দিত বিশেষণের কলঙ্কে চিহ্নিত
করিয়া জগেক সতর্ক করি। কিন্তু যাঁহারা গৌণভাবে ঠকাইয়া
কার্যোদ্ধার করেন, তাঁহাদের বাহ্য উজ্জ্বলতায় মুগ্ধ হইয়া
আমরা তাঁহাদিগকে ‘উদ্যোগী’, ‘কৃতী’, ‘যশস্বী’
ইত্যাদি প্রশংসিত আখ্যায় বিভূষিত করি। কেহ সোনা বলিয়া
পিতল বিক্রয় করিলে আমরা তাহাকে শঠ বলি, কিন্তু যখন
কেহ সোনাই উচিত মূল্য অপেক্ষা অধিক টাকায় বিক্রয়
করিয়া বড়লোক হয়, আমরা তাহাকে কৃতীপুরুষ বলি।

অথবা,

(খ)  সারমর্ম লিখঃ
যাক বান ডেকে যাক বাইরে এবং ঘরে; আর নাচুক আকাশ
শূন্য মাথার পরে, আসুক জোরে হাওয়া এই আকাশ মাটি
উঠুক কেঁপে কেঁপে, শুধু ঝড় বয়ে যাক মরা
জীবন ছেপে, বিজলি দিয়ে ছাওয়া। আয় ভাই-
বোনেরা ভয়-ভাবনাহীন সেই বিজলি দিয়ে গড়ি নতুন
দিন আয় অন্ধকারের বদ্ধ দুয়ার খুলে বুনো হাওয়ার
মতো আয়রে দুলে দুলে গেয়ে নূতন গান। যত
আবর্জনা উড়িয়ে দেরে দূরে আজ মরা গাঙের
প্রান্তে নতুন সুরে ছড়িয়ে দে রে প্রাণ।

৪। ভাব-সম্প্রসারণ (যেকোনো একটি)

(ক) অতি দীন ও অশক্ত লোকেরাই দৈবের
দোহাই দিয়া থাকে।
(খ) শুধাল পথিক, ‘সাগর হতে কী অধিক ধনবান?’
জ্ঞানী বলেন, ‘বাছা, তুষ্ট হৃদয় তারো চেয়ে
গরীয়ান। ’

৫। প্রতিবেদন (যেকোনো একটি)

(ক) তোমার বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের বিবরণ দিয়ে প্রধান
শিক্ষক বরাবর একটি প্রতিবেদন প্রণয়ন করো।
(খ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের সুফল ও
কুফল সম্পর্কে একটি সংবাদ প্রতিবেদন রচনা করো।

৬। যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো।

(ক) অধ্যবসায়
(খ) জাতি গঠনে নারী সমাজের ভূমিকা
(গ) বাংলাদেশের ঋতু বৈচিত্র্য

বহুনির্বাচনী প্রশ্নঃ

১। পদের অন্ত্যে ‘এ’ ধ্বনির উচ্চারণ কিরূপ হয়?
(ক) সংবৃত
(খ) বিবৃত
(গ) হ্রস্ব
(ঘ) দীর্ঘ
২। ‘টুট্’ এই বিদেশি ধাতুটি বাংলা ভাষায় কোন অর্থে
ব্যবহৃত হয়?
(ক) নষ্ট হওয়া
(খ) ঝুলানো
(গ) ছিন্ন হওয়া
(ঘ) সিক্ত হওয়া
৩। কোন প্রত্যয়যোগে লিঙ্গান্তর করলে
কোনো কোনো সময় অর্থের পার্থক্য
ঘটে?
(ক) ইনী
(খ) আনী
(গ) নী
(ঘ) ইকা
৪। অর্থহীনভাবে প্রত্যয় যুক্ত হয়েছে কোন
শব্দে?
(ক) লেজুড়
(খ) চোরা
(গ) নিমাই
(ঘ) লাজুক
৫। বিশেষ অর্থে ‘উপ’ উপসর্গের ব্যবহার হয়েছে
কোনটিতে? হিমেল শিশির
(ক) উপকূল
(খ) উপবন
(গ) উপকণ্ঠ
(ঘ) উপভোগ
৬। নিচের কোন বাক্যে শব্দের অর্থান্তর প্রাপ্তি
হয়েছে?
(ক) ছাত্রটির মাথা ভালো
(খ) ইনি আমার বৈবাহিক
(গ) জ্যাঠামি করো না
(ঘ) মেয়ের শ্বশুরবাড়িতে তত্ত্ব পাঠানো
হয়েছে
৭। একাধিকবার একই একক গণনা করলে যে সমষ্টি পাওয়া
যায়, তাকে বলে—
(ক) পরিমাণবাচক সংখ্যা
(খ) অঙ্কবাচক সংখ্যা
(গ) পূরণবাচক সংখ্যা
(ঘ) তারিখবাচক সংখ্যা
৮। বিশেষ নিয়মে সাধিত সন্ধি কোনটি?
(ক) পুরস্কার
(খ) পরিষ্কার
(গ) পরস্পর
(ঘ) অন্যান্য
৯। বাস্তবিকই আজ আমাদের কঠোর পরিশ্রম করা
প্রয়োজন। এ বাক্যের ‘বাস্তবিকই’ কোন বিশেষণ?
(ক) বিশেষণীয় বিশেষণ
(খ) ক্রিয়া বিশেষণ
(গ) অব্যয়ের বিশেষণ
(ঘ) বাক্যের বিশেষণ
১০। ‘যা কিছু হারায় গিন্নি বলেন, কেষ্টা বেটাই চোর। ’
এ বাক্যে কোন ধরনের ধাতু রয়েছে?
(ক) কর্মবাচ্যের ধাতু
(খ) প্রযোজক ধাতু
(গ) নামধাতু
(ঘ) সংযোগমূলক ধাতু
১১। ‘সন্ধ্যায় সূর্য অস্ত যায়’—উদাহরণটি কোন বর্তমান
কালের?
(ক) সাধারণ
(খ) ঘটমান
(গ) নিত্যবৃত্ত
(ঘ) পুরাঘটিত
১২। কোন দুটি যৌগিক শব্দ?
(ক) দৌহিত্র, গায়ক
(খ) হস্তী, বাঁশি
(গ) রাজপুত্র, মহাযাত্রা
(ঘ) পঙ্কজ, জলধি
১৩। কোন দুটি বর্ণের সঙ্গে যুক্ত হলে দন্ত্য ‘স’
মূর্ধণ্য ‘ষ’
হয়?
(ক) ত, থ
(খ) র, ষ
(গ) ট, ঠ
(ঘ) ড়, ঢ়
১৪। ‘সমধাতুজ কর্মপদ অকর্মক ক্রিয়াকে সকর্মক করে। ’
এর উদাহরণ কোনটি?
(ক) বাবা আমাকে একটি কলম দিয়েছেন
(খ) কী খেলাটাই না খেললে
(গ) মা শিশুকে চাঁদ দোখাচ্ছেন
(ঘ) সে হাত-মুখ ধুয়ে পড়তে বসেছে
১৫। ‘আমার দরখাস্তটা পড়ুন’—এই অনুজ্ঞাটি কী প্রকাশ
করছে?
(ক) মিনতি
(খ) প্রার্থনা
(গ) অনুরোধ
(ঘ) বিনয়
১৬। কোনটি যৌগিক বাক্যের উদাহরণ?
(ক) পুকুরে পদ্মফুল ফুটেছে
(খ) যে পরিশ্রম করে, সেই সুখলাভ করে
(গ) তার বয়স হলেও বুদ্ধি হয়নি
(ঘ) উদয়াস্ত পরিশ্রম করিব, তথাপি অন্যের দ্বারস্থ হব না।
১৭। ‘কলকলিয়ে উঠল সেথায় নারীর প্রতিবাদ’—
এখানে ধ্বন্যাত্মক দ্বিরুক্তিটি কোন পদরূপে ব্যবহৃত
হয়েছে?
(ক) বিশেষ্য
(খ) বিশেষণ
(গ) ক্রিয়া
(ঘ) ক্রিয়া বিশেষণ
১৮। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কয়টি?
(ক) ১১টি
(খ) ১০টি
(গ) ৯টি
(ঘ) ৮টি
১৯। ধ্বনি-বিপর্যয়ের উদাহরণ কোনটি?
(ক) লাল > নাল
(খ) শুনিয়া > শুনে
(গ) ফাল্গুন > ফাগুন
(ঘ) লাফ > ফাল
২০। কোন বাক্যে ব্যতিহার কর্তা রয়েছে?
(ক) মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন
(খ) বাঘে-মহিষে এক ঘাটে জল খায়
(গ) রাখাল গুরুর পাল লয়ে যায় মাঠে
(ঘ) তোমাকে পড়তে হবে
২১। ‘আলপিন’ কোন ভাষার শব্দ?
(ক) পর্তুগিজ
(খ) ওলন্দাজ
(গ) গুজরাটি
(ঘ) তুর্কি
২২। বিশেষ অর্থে নির্দিষ্টতা জ্ঞাপক শব্দ কোন
বাক্যে
ব্যবহৃত হয়েছে?
(ক) ন্যাকামিটা এখন রাখো
(খ) দশ তা কাগজ দাও
(গ) এক যে ছিল রাজা
(ঘ) দশটি বছর
২৩। শানচ্ প্রত্যয়ে ‘আন’ বিকল্পে কী হয়?
(ক) আনো
(খ) আন
(গ) মান
(ঘ) শান্
২৪। ‘সাপেক্ষতা’ অর্থে অসমাপিকা ক্রিয়া ব্যবহারের
সঠিক উদাহরণ কোনটি?
(ক) আজ গেলেও যা, কাল গেলেও তা
(খ) তিনি গেলে কাজ হবে
(গ) ৪টা বাজে স্কুল ছুটি হবে
(ঘ) বৃষ্টিতে ভিজলে সর্দি হবে
২৫। ‘সমুদ্র’ শব্দের প্রতিশব্দ—
(ক) সলিল
(খ) জলধি
(গ) তটিনী
(ঘ) সরিৎ
২৬। ‘যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে’—এককথায়
কী
হবে?
(ক) অবিমৃশ্যকারী
(খ) অচিন্ত্য
(গ) অপরিণামদর্শী
(ঘ) অবিসংবাদী
২৭। ‘যারা বাইরের ঠাট বজায় রেখে চলে’—এর অর্থ
প্রকাশক বাগধারা কোনটি?
(ক) রাশভারী
(খ) লেফাফা দুরস্ত
(গ) ব্যাঙের আধুলি
(ঘ) ভিজে বিড়াল
২৮। ‘প্রসারণ’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
(ক) অপসারণ
(খ) অপ্রসারিত
(গ) আকুঞ্চন
(ঘ) সম্প্রসারণ
২৯। ভাববাচ্যের বাক্যকে কর্তৃবাচ্যে রূপান্তরিত
করলে
কর্তায় কোন বিভক্তি হয়?
(ক) প্রথমা
(খ) দ্বিতীয়া
(গ) তৃতীয়া
(ঘ) ষষ্ঠী
৩০। ‘এবার ট্রেনে ওঠা যাক’—কোন বাচ্য?
(ক) কর্তৃবাচ্য
(খ) কর্মবাচ্য
(গ) ভাববাচ্য
(ঘ) কর্ম কর্তৃবাচ্য

উত্তরঃ ১. ক ২. গ ৩. খ ৪. ক ৫. ঘ ৬. ঘ ৭. ক ৮. খ ৯. গ ১০. ক ১১. গ ১২. ক ১৩. গ ১৪. খ ১৫. খ ১৬. ঘ ১৭. গ ১৮. খ ১৯. ঘ ২০. খ ২১. ক ২২. খ ২৩. গ ২৪. খ ২৫. খ ২৬. ক ২৭. খ ২৮. গ ২৯. ক ৩০. গ।

No comments

Powered by Blogger.