এসএসসি রসায়ন ফাইনাল সাজেশন

এসএসসি রসায়ন ফাইনাল সাজেশন।





১.


[X ও Y গ্যাসের আপেক্ষিক আণবিক ভর যথাক্রমে 2 এবং 71, X এবং Y মৌলিক গ্যাস]

ক. প্রিজারভেটিভস কী?
খ. Y ও Z গ্যাসের মধ্যে কোনটির ব্যাপনকাল বেশি? ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকের বিক্রিয়ায় লিমিটিং বিক্রিয়কে অণুর সংখ্যা নির্ণয় কর । ৩
ঘ. উদ্দীপকে অব্যবহৃত বিক্রিয়কে কত মোল গ্যাস আছে তা নির্ণয় কর। ৪
২.


A মৌলের আইসোটোপের শতকরা পরিমাণ যথাক্রমে 99.76%, 0.037% এবং 0.204%

ক. নিউক্লিয়ন সংখ্যা কী?
খ. আয়নিকরণ শক্তি ও ইলেকট্রন আসক্তির মধ্যে দুটি পার্থক্য লিখ।। ২
গ. 'A' মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় কর।
ঘ. X ও Y মৌল দুটির ইলেকট্রন বিন্যাসে যথাক্রমে ৩য় ও ৪র্থ কক্ষপথে 2n২ সূত্রের অসামঞ্জস্যতার কারণ ব্যাখ্যা কর ।

৩.

ক. অ্যালিসাইক্লিক যৌগ কী?
খ. COD বলতে কী বোঝ?
গ. উল্লেখিত বিক্রিয়ায় সাম্যবস্থায় তাপের প্রভাব আলোচনা কর।
ঘ. AO2 গ্যাসটি জীব বৈচিত্র্যের ক্ষতিসাধন করে- বিশ্লেষণ কর। ৪

৪. ধাতু বহুল ব্যবহৃত পদার্থ। ধাতু নিষ্কাশন তড়িৎ বিশ্লেষণ কার্বন বিজারণ প্রক্রিয়ার মাধ্যমে করা হয়।
(i) আয়রন (ii) সোডিয়াম (iii) কপার, প্রভৃতি ধাতু নিষ্কাশন একটি বিজারণ প্রক্রিয়া।

ক. খনিজমল কী?
খ. ZnO উভধর্মী অক্সাইডব্যাখ্যা কর।
গ. (i) নং ধাতু নিষ্কাশন সংঘটিত বিক্রিয়াগুলো লেখ।
ঘ. উদ্দীপকে উল্লেখিত (iii) নং ধাতু বিশোধন বর্ণনা কর।

৫.


ক. গ্যালভানাইজিং কী?
খ. সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট কীভাবে কেক ফোলায়?
গ. উদ্দীপকের ব্যবস্থায় দেখাও যে, তড়িৎ প্রবাহ মূলত জারণ বিজারণ বিক্রিয়া?
ঘ. উদ্দীপকের কোষে লোহার উপর নিকেলের প্রলেপ দিতে হলে কী কী পরিবর্তন আনতে হবে? কারণসহ ব্যাখ্যা কর।

৬. নাইট্রোজেনের একটি অক্সাইড 25925% নাইট্রোজেন রয়েছে। যৌগটির আণবিক ভর 108। যৌগটির 15 g কে প্রয়োজনীয় পরিমাণ পানির সাথে বিক্রিয়ায় নির্দিষ্ট পরিমাণ 'X' যৌগ উৎপন্ন হলো।

ক. ম্যান্ডেলিফের পর্যায় সূত্ৰটি লিখ।
খ. C1 এবং CI- এর মধ্যে কোনটির আকার ছোট?ব্যাখ্যা কর।
গ. যৌগটির আণবিক সংকেত নির্ণয় কর। ৩
ঘ. উক্ত পরিমাণ 'X' যৌগকে 300 mL পানিতে মেশানো হলে দ্রবণের মোলারিটি কত হবে।৪

৭.

ক. ভিনেগার কী?
খ. পটাসিয়ামকে ক্ষার ধাতু বলা হয় কেন?
গ. Y-মৌলের ইলেকট্রন বিন্যাস হতে দেখাও যে এটি পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে।
ঘ. উদ্দীপকের মৌল তিনটির পারমাণবিক আকারের ক্রম পরিবর্তন ব্যাখ্যা করো।

৮.

ক. আকরিক কাকে বলে?
খ. পেয়াজ কাটলে চোখ জ্বালা করে কেন?
গ. D২ অণুর গঠন ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের E মৌলটির অক্সি-এসিডের প্রস্তুতির মূলনীতি বর্ণনা করো। ৪

৯. একটি যৌগে Na = 434%, c= 11.32% এবং o =45.28% বিদ্যমান।

ক. লিমিটিং বিক্রিয়ক কাকে বলে?
খ. জৈব যৌগের অসপৃক্ততা কীভাবে পরীক্ষা করবে?
গ. যৌগটির আণবিক ভর 106হলে আণবিক সংকেত নির্ণয় করো।
ঘ. যৌগটির 250 mL ডেসিমোলার দ্রবণ প্রস্তুত প্ৰণালী বিশ্লেষণ করো।। ৪


ক. অ্যারোমেটিক হাইড্রোকার্বন কাকে বলে?
খ. ব্লিচিং পাউডার একটি জীবাণুনাশক-ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের (i) নং বিক্রিয়ায় জারণ বিজারণ যুগপৎ ঘটে-ব্যাখ্যা করো। ৩
ঘ. (ii) নং বিক্রিয়ায় লা-শাতেলিয়ারের নীতির প্রয়োগ বিশ্লেষণ করো।। ৪

No comments

Powered by Blogger.