এসএসসি ব্যবসায় উদ্যোগ ফাইনাল সাজেশন

এসএসসি ব্যবসায় উদ্যোগ ফাইনাল সাজেশন।



১. সদর ঘাট লক্ষ টার্মিনালে সবুজ হোটেল অবস্থিত।রুচিশীল, মানসম্মত এবং স্বল্পমূল্যের কারণে হোটেলটির যথেষ্ট সুনাম রয়েছে। তাই সব সময় এ হোটেলে ভিড় লেগেই থাকে।

ক. কোন স্থানের ব্যবসায়ের উন্নতি কিসের উর নির্ভর করে?
খ. ব্যবসায়ের আন্তর্জাতিক পরিবেশ বলতে কি বোঝায়?
গ. সবুজ হোটেলটি কোন পরিবেশ দ্বারা প্রভাবিত ।ব্যাখ্যা করো।
ঘ. সবুজ হোটেলের ব্যবসায়িক সফলতার কারণ বিশ্লেষণ করো।


২. সাথী টেক্সটাইলের শ্রমিকরা মিল গেইটেই নিজেদের অর্থায়নে একটি বিপনী বিতান গড়ে তুলেছে। এখানে তারাই মালিক তারাই ক্রেতা। পরিচালনা ও ব্যবস্থাপনা নির্বাচনের মাধ্যমে হয়ে থাকে । শেয়ার যাই থাকুক সমানভাবে মুনাফা ভাগ করে।

ক. সমবায় পরিচালনার মুখ্য দলিলকে কি বলে?
খ, কেন্দ্রীয় সমবায় সমিতি বলতে কি বোঝায়?
গ. সমবায় সমিতির কোন নীতির কারণে শ্রমিকরা নির্বাচনে সমানভাবে অংশগ্রহণ করে? বর্ণনা করো।
ঘ. সমবায় সমিতি গঠন করে শ্রমিকরা কীভাবে উপকৃত হয় বলে তুমি মনে করো।


৩. সাহেদ ও শিপনের দুটি ফার্মেসি রয়েছে। সাহেদ মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি না করে কোম্পানিকে ফেরত দেয়। কিন্তু শিপন তা বিক্রয় করে। ফলে এলাকার লোকজন শিপনের ফার্মেসি থেকে ঔষধ ক্রয় বন্ধ করে দেয়। এমতাবস্থায় সাহেদ শিপনকে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয় না করতে পরামর্শ দেয়।

ক. রাষ্ট্রের লক্ষ্য কোনটি?
খ. মূল্যবোধের স্বরূপ ব্যাখ্যা করো।
গ. সাহেদ কীভাবে ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালন করছে? বর্ণনা করো। ৩
ঘ. শিপন সাহেদের পরামর্শ গ্রহণ করলে ব্যবসায়ে কী প্রভাব পড়বে বলে তুমি মনে করো? ৪


৪.  মিতুল লেখাপড়ার পাশাপাশি ভাবত কীভাবে নিজে নতুন কিছু করতে পারবে। লেখাপড়া শেষে সে একটি ডেইরি ফার্ম করার সিদ্ধান্ত নিল। সে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে পরিকল্পনা অনুযায়ী ফার্ম প্রতিষ্ঠা করল। তার এ আত্মবিশ্বাস, সাহস ও অধ্যবসায় তাকে সাফল্য এনে দিল।

ক. উদ্যোক্তা কাকে বলে?
খ. আর্থ সামাজিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগের দুইটি অবদানের বর্ণনা দাও। ২
গ. বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধাসমূহ বিশ্লেষণ করো।
ঘ. বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে মিতুলের গৃহীত কর্মসূচি কী ধরনের অবদান রাখতে পারে? ব্যাখ্যা করো।


৫. সবুর সাহেব সামান্য পুজি নিয়ে নিজ গ্রামে একটি হাস-মুরগির খামার গড়ে তোলেন। একটি সবজি বাগান করে সেখান থেকেও কিছু আয়ের ব্যবস্থা করেন। চাকরির জন্য বসে না থেকে কর্মসংস্থান গড়ে তুলে বেকারত্বের হাত থেকে মুক্তি পেয়েছেন।

ক. মোট জনসংখ্যার কত ভাগ মানুষ গ্রামে বাস করে?
খ, আত্ম-কর্মসংস্থানের চারটি ক্ষেত্রের নাম লেখ।
গ. সবুর সাহেবের হাস-মরগির খামার গড়ে তোলা ও সবজির বাগান করা কী ধরনের কাজ?
ঘ. আত্মকর্মসংস্থানে প্রশিক্ষণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।

৬. বাদল মিঞা মনিরামপুরের প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দা। তিনি কয়েকটি পুকুরে মৎস্য চাষ করেন। কিন্তু উৎপাদিত মৎস্য বিভিন্ন বাজারে পৌছানো ব্যয় সাপেক্ষ হওয়ায় তিনি ব্যবসায়ে সফলতা অর্জন করতে পারছেন না।

ক. ব্যবসায়ের ক্রমবিকাশের ধারাকে কয়টি পর্যায়ে বিভক্ত করা যায়?
খ. ব্যবসায় প্রত্যক্ষ সেবা বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে উল্লিখিত কাজটি কোন শিল্পের অন্তর্গত?বর্ণনা করো।
ঘ. উপযুক্ত মৎস্য বিপণনে বাদল মিয়া যে।প্রতিবন্ধকতার সম্মুখীন হন তা দূরীকরণে তোমার মতামত দাও।

৭. মেহেদী হাসান পাঁচ বছর ধরে একটি বায়িং হাউসে কর্মকর্তা পদে চাকরি করেন। একসময় তিনি উপলব্ধি করেন তার পক্ষেও একটি বায়িং হাউস পরিচালনা করা সম্ভব। একসময় তিনি তা প্রতিষ্ঠা করে সফলতার সাথে ব্যবসায় পরিচালনা করেন।

ক. উদ্যোক্তা কোন ধরনের কাজ করতে বিশেষ আনন্দ পান?
খ. ব্যবসায় উদ্যোক্তা বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
গ. উপযুক্ত মেহেদী হাসানের মধ্যে ব্যবসায় উদ্যোক্তার কোন কোন গুণাবলি। পরিলক্ষিত হয়? বর্ণনা করো।
ঘ. বাংলাদেশের প্রেক্ষাপটে মেহেদী হাসানের মতো ব্যক্তির গুরুত্ব মূল্যায়ন করো।

৮. নারায়ণগঞ্জের শাহেদ লেখাপড়া শেষ করে নিজে কিছু করার চিন্তা থেকে বিভিন্ন রকমের চিপস তৈরির প্রশিক্ষণ নিয়ে এলাকায় একটি কারখানা গড়ে তোলেন। এতে নিজে স্বালম্বী হওয়ার পাশাপাশি এলাকার বেশ কিছু লোকের কর্মসংস্থানেরও ব্যবস্থা হয়।

ক, কর্মসংস্থানের প্রধান উৎস কোনটি?
খ. নট্রামস বলতে কী বোঝায়?
গ. শাহেদের উপযুক্ত কর্মকাণ্ড কোন ধরনের কাজের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো ।
ঘ. শাহেদের গৃহীত পেশাটির গুরুত্ব মূল্যায়ন করো।

৯.  মুহিব বিশ্বাস করে যে অর্থনৈতিক কার্যকলাপের মধ্যে ব্যবসায় অন্যতম। তাই তিনি গার্মেন্টস ব্যবসায় নিয়োজিত হন। যুগের সাথে তাল মিলিয়ে তিনি
বিভিন্নমুখী পোশাক উৎপাদন করেন। দেশীয় চাহিদা পূরণের পর তিনি বিদেশে পোশাক রপ্তানি করতে গিয়ে আর্থিক সংকটে পড়েন। এমতাবস্থায় তিনি একটি আর্থিক প্রতিষ্ঠানের সাথে পরামর্শ করে সমস্যা সমাধান করেন।

ক. বাণিজ্য কী?
খ. মানুষ অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত হয় কেন?
গ. মি. মুহিবের মতো তুমি কীভাবে একটি বস্ত্র প্রতিষ্ঠান গড়ে তুলতে পার লিখ। ৩
ঘ. জনাব মুহিব ব্যবসায় স্থাপনের ফলে যেসব অর্থনৈতিক উদ্দেশ্য সাধিত হয়েছে তা বিশ্লেষণ করো।


১০.  জনাব রহমান একজন শিক্ষিত বেকার যুবক। তিনি চাকরির চেষ্টা করে। ব্যর্থ হয়েছেন। অবশেষে ব্যবসা করার সিদ্ধান্ত নিলেন। ব্যাংক থেকে ঋণ নিয়ে
ছোট পরিসরে ব্যবসা শুরু করলেন। প্রথম দিকে তার ব্যবসায় লোকসান ও পরিচালনাগত বিভিন্ন সমস্যা থাকলেও বর্তমানে তার ব্যবসায় লাভজনক অবস্থায় আছে।

ক. সফল উদ্যোক্তা কিসের মাধ্যমে সিদ্ধান্ত নেন?
খ. খুঁকি বিষয়টি ব্যাখ্যা করো।
গ. রহমান সাহেবের মতো নতুন উদ্যোক্তা ব্যবসায় পরিচালনা করতে গিয়ে সাধারণত কী কী সমস্যার সম্মুখীন হন?
ঘ. ব্যবসায়টি লাভজনক করতে গিয়ে কী কী পদক্ষেপ গ্রহণ করা উচিত? ব্যাখ্যা করো।

১১. কমীর দক্ষতা ও যোগ্যতা বৃদ্ধির মাধ্যমে সুষ্ঠুভাবে ব্যবসায় প্রতিষ্ঠানের কার্যনির্বাহের জন্য প্রশিক্ষণের প্রয়োজনীয়তা অপরিসীম। প্রশিক্ষণ হলো সর্বস্তরের কর্মীদের অবিরাম ও নিয়মিত প্রচেষ্টা। নতুন এবং পুরনো সব উদ্যোক্তা এবং কর্মীকে উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলতে হবে।

ক. প্রশিক্ষণ কী?
খ. মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রম ব্যাখ্যা করো।
গ. ‘প্রশিক্ষণ হলো সর্বস্তরের কমীর জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি এবং মানসিকতা বিকাশের অবিরাম ও নিয়মিত প্রচেষ্টা- ব্যাখ্যা করো।
ঘ. ‘প্রশিক্ষণ প্ৰতিষ্ঠানের নতুন ও পুরনো সব উদ্যোক্তা এবং কর্মীদের জন্য অপরিহার্য- বিশ্লেষণ করো।

No comments

Powered by Blogger.