এসএসসি পৌরনীতি ও নাগরিকতা সাজেশন

এসএসসি পরীক্ষার্থীদের জন্য পৌরনীতি ও নাগরিকতা সাজেশন।



১. সংবিধানকে রাষ্ট্রের ‘দর্পণ’ বলা হয়। কারণ সংবিধানের মাধ্যমে রাষ্ট্রের প্রকৃতি ও স্বরূপ অনুধাবন করা যায়। বিশ্বের সকল রাষ্ট্রের সংবিধান রয়েছে।
সব সংবিধান উত্তম নয়। আবার সব সংবিধান এক পদ্ধতিতে সৃষ্টি হয়নি। সংবিধান প্রতিষ্ঠার চারটি পদ্ধতি রয়েছে। চারটি পদ্ধতির যে কোন একটির মাধ্যমে সংবিধান তৈরী হয়। রাষ্ট্র বিজ্ঞানের ছাত্র জাকির উত্তম সংবিধান সম্পর্কে মন্তব্য করে। উত্তম সংবিধান মৌলিক অধিকার সম্বলিত এবং এতে জনগণের আশা-আশাস্কার প্রতিফলন ঘটে।

ক. বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনীর মূল বিষয়বস্তু লেখ।। ১
খ. সংবিধান প্রতিষ্ঠার প্রদ্ধতি বর্ণনা কর।
গ. সংবিধানের মাধ্যমে একটি রাষ্ট্রকে কিভাবে চেনা যায়? উদ্দীপকের আলোকে বর্ণনা কর।
ঘ. রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র জাকিরের মন্তব্যটি বিশ্লেষণ কর।

২.


ক. শাসন বিভাগের অপর নাম কী?
খ. বিভাগীয় প্রশাসন বলতে কী বোঝায়?
গ. ‘A’ চিহ্নিত স্থানটি সরকারের যে বিভাগকে নির্দেশ করছে তার কাজ ব্যাখ্যা কর।
ঘ. বাংলাদেশে ‘B’ চিহ্নিত বিভাগ A' চিহ্নিত বিভাগ দ্বারা নিয়ন্ত্রিত, তুমি কী করে সাথে একমত? মতামত দাও।


৩. রিতার পরিবারে বাবা-মা ও তিন ভাই বোন। পরিবারের অনেক গুরুত্বপূর্ণ। কাজ তারা পরামর্শ করে সম্পাদন করে। পরিবারের বড়রা ছোটদের প্রয়োজন
পূরণ করে। ছোটরা বড়দের অনুগত থাকে।

ক. বংশগণনা ও কর্তৃত্বের ভিত্তিতে পরিবার কত প্রকার।
খ. পৌরনীতি ও নাগরিকতার আন্তর্জাতিক রূপ ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে রিতার পরিবারে কোন ধরনের কাজ প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. পরিবারে এ ছাড়া আরো অনেক কাজ রয়েছে-কথাটি বিশ্লেষণ কর।

৪) মি: রাতুল ক' রাষ্ট্রের প্রধানমন্ত্রী তার কার্যক্রমের জন্য তিনিও তার মন্ত্রিসভা দেশের জাতীয় সংসদের কাছে দায়ী। তাদের দেশের রাষ্ট্রপাতি প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী কার্যক্রম পরিচালনা করে। তার দেশের আইন অনুযায়ী সংসদ অনাস্থা জ্ঞাপন করলে তাদের পদত্যাগ করতে হয়।

ক. কিউবা কোন ধরনের রাষ্ট্র?
খ. যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা জটিল পদ্ধতি কেন?
গ. মি: রাতুলের দেশে কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান—ব্যাখ্যা কর ।৩
ঘ. অনুচ্ছেদে উল্লিখিত সরকার ব্যবস্থাই উত্তম সরকার ব্যবস্থা— উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।


৫. রহিমা ইটের ভাটায় কর্মরত একজন নারী শ্রমিক। মাস শেষে মালিক পুরুষ শ্রমিক অপেক্ষা তাকে কম মজুরি দিলে সে অসন্তুষ্ট হয়।

ক. আইনের মূল কথা কোনটি?
খ. প্রথা বলতে কী বোঝ?
গ. উদ্দীপকের রহিমা কোন ধরনের অধিকার থেকে বঞ্চিত হয়েছে বলে মনে কর? ব্যাখ্যা করো।
ঘ. রহিমার অধিকার প্রতিষ্ঠায় তোমার সুপারিশগুলো প্রদান কর।


৬. ২০০২ সালে অস্কার মনোনীত ‘মাটির ময়নাছবির অন্যতম পরিচালক ক্যাথরিন মাসুদ। তিনি ১৯৬৩ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে জন্মগ্রহণ করেন। বাংলাদেশের খ্যাতিমান তারেক মাসুদের সাথে বিয়ের পর ১৯৯৫ সাল। থেকে তিনি এদেশে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। খ্যাতিমান চলচ্চিত্র বিশেষজ্ঞ ক্যাথরিন মাসুদ বাংলা ভাষা ও বাঙালি ঐতিহ্যে মুগ্ধ হয়ে চলচ্চিত্র শিল্পকে সামাজিক অঙ্গনে সুপ্রতিষ্ঠিতকরণে কাজ করে যাচ্ছেন। উল্লেখ্য যে, তিনি বাংলাদেশের গত জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন।

ক. বর্তমানে কাদেরকে নাগরিক বলা হয়?
খ. নিয়মিত কর প্রদান করা প্রত্যেক নাগরিকের কর্তব্য কেন?
গ. ক্যাথরিন মাসুদের নাগরিকত্ব লাভের ক্ষেত্রে কোন প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে? বর্ণনা কর।
ঘ. তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদের বাংলাদেশে নাগরিকতা লাভে কী ধরনের পার্থক্য পরিলক্ষিত হয়? বিশ্লেষণ কর।

৭. মি. অশোক ‘ক’ রাষ্ট্রের প্রধানমন্ত্রী। তার কার্যক্রমের জন্য তিনি ও তার মন্ত্রিসভা দেশের জাতীয় সংসদের কাছে দায়ী। তাদের দেশের রাষ্ট্রপতি ও মন্ত্রিসভা প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কার্যক্রম পরিচালনা করেন। তার দেশের আইন অনুযায়ী সংসদ অনাস্থা জ্ঞাপন করলে তাদের পদত্যাগ করতে হয়।

ক. সংসদীয় সরকারের প্রধান কে?
খ. যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা জটিল পদ্ধতির ব্যবস্থা কেন?
গ. মি. অশোকের দেশে কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান? ব্যাখ্যা কর।
ঘ. অনুচ্ছেদে উল্লিখিত সরকার ব্যবস্থাটি উত্তম সরকার ব্যবস্থা— উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।

৮.  জিনিয়ার বাবা তাদের পরিবারের প্রধান। তিনি পরিবারের সকলের জন্য দিক নির্দেশনা দেন। সকলে তার কথামত চলে। কেউ কোনো অন্যায় করলে তিনি তাকে শাস্তি দেন। তিনি সকলের প্রতিনিধি হিসেবে কাজ করেন। তবে তিনি সবার মতামতকে গুরুত্ব দেন।

ক.পৃথিবীতে কয়টি রাষ্ট্র আছে?
খ. খুলনা রাষ্ট্র নয় কেন?
গ. জিনিয়ার বাবার সাথে রাষ্ট্রের কোন প্রতিষ্ঠানের কার্যক্রমের মিল রয়েছে? বিশ্লেষণ কর ।
ঘ, জিনিয়ার বাবার মত উক্ত প্রতিষ্ঠানটি রাষ্ট্রের প্রধান- বিশ্লেষণ কর। ৪

৯. জামিল উচ্চ শিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে গমন করেন। শিক্ষা শেষ করে তিনি সে দেশের এক নাগরিককে বিবাহ করেন। তিনি যুক্তরাষ্ট্রে ব্যবসা শুরু করেন এবং নিয়মিত ও সময়মতো কর প্রদান করেন।

ক. নাগরিকতা অর্জনের পদ্ধতি কয়টি?
খ. দ্বৈত নাগরিকতা বলতে কী বোঝ?
গ. জামিল কোন সূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকতা লাভ করেছেন? ব্যাখ্যা কর।
ঘ. জামিলের সময়মতো কর প্রদান সুনাগরিকের একটি বিশেষ গুণকে নির্দেশ করে। মূল্যায়ন কর।


১০. মুহিন ও জাহিন রাষ্ট্র বিজ্ঞানের ছাত্র। তারা সরকার পরিচালনার বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করছিল। মুহিন বলল, আমার কাছে ভাল লাগে এমন
পদ্ধতির সরকার যেখানে কোনো রাজনৈতিক দল থাকবে না। এক দেশ, এক নেতা ঐ সরকারের মূল কথা। জাহিন বলল, আমার কাছে দায়িত্বশীল ও জবাবদিহি সরকার ভাল লাগে। এতে বিপ্লবের সম্ভাবনা কম থাকে।

ক. রাজতন্ত্র কয় ধরনের?
খ. যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কী বোঝ?
গ. মুহিনের সরকার পদ্ধতির জুটি ব্যাখ্যা কর।
ঘ. জাহিনের সরকার পদ্ধতি কতটুকু গ্রহণযোগ্য?মতামত দাও ।

No comments

Powered by Blogger.