এসএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সাজেশন

এসএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সাজেশন।



১। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও :

মধুখালির মুরারদিয়া গ্রামের বিবিসি বাংলা শ্রোতা সংঘ রয়েছে । প্রতিদিন রাত ৮ টায় সবাই মিলে বিবিসি বাংলা অনুষ্ঠান শোনে । শুধু তাই নয় বিবিসি বাংলার অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহন করে তারা অনেক কিছুই জেনে নেয় । বিবিসি বাংলার কল্যাণে মুরারদিয়ার যুবকরা আজ অনেক অগ্রসর হয়েছে ।

(ক) তথ্য প্রযুক্তি কি ? ১
(খ) বিশ্ব গ্রাম বলতে কি বুঝায়? ব্যাখ্যা কর । ২
(গ) উদ্দীপকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কোন দিকটি প্রতিফলিত হয়েছে ? ব্যাখ্যা কর । ৩
(ঘ) বিবিসি বাংলার কল্যাণে মুরারদিয়া গ্রামের যুবকদের অনেক অগ্রসর হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আলোকে বিশ্লেষণ কর । ৪

২। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও :

সিয়ামের বাবা মা দুজনেই কর্ম ব্যস্ত।তাদের কর্ম
ব্যস্ততার সুযোগে সিয়াম দিনরাত কম্পিউটার নিয়ে থাকে। সে কম্পিউটারে ভায়লেন্স পূর্ণ গেমস খেলে, যার ফলে সে দিন দিন সহিংস হয়ে উঠসে । প্রতিদিন সে বাইরে থেকে কোন না কোন বন্ধুর সাথে ঝামেলা পাকিয়ে তবেই বারি ফেরে ।

(ক) বায়মেট্রিক্স কি ? ১
(খ) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে পৃথিবী এখন হাতের মুঠোয় ব্যাখ্যা কর। ২
(গ) সিয়ামের সহিংস হয়ে ওঠা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কোন দিককে প্রকাশ করে ? ব্যাখ্যা কর । ৩
(ঘ) উদ্দীপকের আলোকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে নৈতিকতা বজায় রাখার গুরুত্ব ব্যাখ্যা কর । ৪

৩। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও :

শিক্ষাক্ষেত্রে A এর ব্যবহার

1. ত্রিমাত্রিক ছবি দেখা
2. মেডিকালে অস্ত্রপাচার অনুশীলন
3. ওষুধের ছবি দেখে শেখা
(ক) আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সি কি ? ১
(খ) ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে বিপদজ্জনক দ্রব্যের উৎপাদন খরচ কমে ব্যাখ্যা কর । ২
(গ) উদ্দীপকের A এর দ্বারা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কোন দিককে প্রকাশ পেয়েছে ? ব্যাখ্যা কর ।৩
(ঘ) আমাদের প্রাত্যহিক জীবন A দ্বারা নানাভাবে প্রভাবিত উক্তিটির সাথে তুমি কি একমত ? তথ্য সহ
বিশ্লেষণ কর । ৪

৪। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও :

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর নিজ কার্যালয়ে
বসে একটি বিশেষ প্রযুক্তির সহায়তায় সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মদির সাথে তিস্তার পানি বণ্টন বিষয়ে আলোচনা করেন । এ পদ্ধতিতে উভয়ই নিজেদেরকে মনিটরের মধ্যে দেখতে পাচ্ছিলেন ।

(ক) ন্যানো টেকনোলজি কি ? ১
(খ) টেলিকনফারেসিং কি? ব্যাখ্যা কর । ২
(গ) উদ্দীপকে কোন বিশেষ প্রযুক্তির সহায়তা নেওয়া হয়েছে ? ব্যাখ্যা কর । ৩
(ঘ) আমাদের জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাব অনস্বীকার্য  উদ্দীপক ও তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর। ৪

৫। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও :

A——————- ক্যান্সার চিকিৎসায় একটি সহজ ও
জনপ্রিয় পদ্ধতি যাতে তরল নাইট্রোজেন ব্যবহার হয়।
B——————- DNA পরিবর্তন করার কৌশল।

(ক) রোবট কি ? ১
(খ) কৃষি ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার
ব্যাখ্যা কর| ২
 (গ) A এর কার্যপদ্ধতি ব্যাখ্যা কর । ৩
(ঘ) B এর ফলে আমরা নানাভাবে উপকার পেয়ে
থাকি মতামত সহ বিশ্লেষণ কর । ৪

৬। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও :

আমেরিকার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় তাদের পরীক্ষায় প্রবেশপত্রের পরিবর্তে ফিঙ্গার প্রিন্টের
ব্যবহার শুরু করেছে । এক্ষেত্রে তারা একটি বিশেষ পদ্ধতির সহায়তা নিয়েছে । অন্যদিকে বাংলাদেশ এখনও প্রযুক্তির দিক দিয়ে অনেক পিছিয়ে রয়েছে । বাংলাদেশ সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে নিম্নমাধ্যমিক পর্যায় থেকে নতুন একটি বিষয় পাঠ্যক্রমে আবশ্যিক করেছে যা ছাত্র- ছাত্রীদের প্রযুক্তি বিষয়ে আকৃষ্ট করবে ।

(ক) টুইটার কত সালে যাত্রা শুরু করে ? ১
(খ) আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা বলতে কি বোঝায় ? ব্যাখ্যা কর। ২
(গ) ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় কোন পদ্ধতির সহায়তা নিয়েছে ? ব্যাখ্যা কর । ৩
(ঘ) সমাজ জীবন ও অর্থনৈতিক উন্নয়নে উক্ত বিষয়ের
গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে মতামতসহ বিশ্লেষণ কর।

1 comment:

  1. plz give mcq question pepar ..... dont be late .....brother ...........

    ReplyDelete

Powered by Blogger.