এসএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নৈর্ব্যক্তিক সাজেশন

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (I.C.T) নৈর্ব্যক্তিক সাজেশন।


১।         অসংখ্য মানুষ নিজ দেশের গণ্ডি পেরিয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে কী কারণে?

            ক. উচ্চাকাঙ্ক্ষা    খ. দারিদ্র্য

            গ. দক্ষতার প্রয়োগ           ঘ. বিশ্বায়ন

২।         মিম পড়াশোনা শেষ করেছে। সে একুশ শতককে কিভাবে মোকাবিলা করবে?

            ক. পুঁথিগতবিদ্যা কাজে লাগিয়ে   

            খ. বন্ধুদের সহযোগিতা নিয়ে

            গ. সুনাগরিক হয়ে         

            ঘ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে পারদর্শী হয়ে

৩।        বর্তমান সময়ের সম্পদ হচ্ছে—

            i. জ্ঞান

            ii. প্রাকৃতিক সম্পদ

            iii. সাধারণ মানুষ

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii              খ. ii ও iii     

              গ. i ও iii            ঘ. i, ii ও iii

৪।         আধুনিক কম্পিউটারের জনক কে?

            ক. স্টিভ জবস 

            খ. বিল গেটস   

             গ. মার্কনি       

            ঘ. চার্লস ব্যাভেজ

৫।        বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু বার্তা প্রেরণে কোনটি ব্যবহার করেন?

            ক. বেতার তরঙ্গ

            খ. ইলেকট্রিক্যাল তরঙ্গ

            গ. অতিক্ষুদ্র তরঙ্গ         

            ঘ. শব্দ তরঙ্গ

৬।        ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের (www) জনক কে?

            ক. বিল গেটস 

            খ. স্টিভ জবস 

            গ. রেমন্ড স্যামুয়েলস টমলিনসন 

              ঘ. স্যার টিমোথি জন টিম বার্নার্স-লি



            অনুচ্ছেদটি পড়ে ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :

            ফুটবল খেলোয়াড় শামিম মাদকাসক্তির অভিযোগে ১২ বছরের কারাদণ্ড ভোগ করে দেশে ফিরেছে। দেশের কোনো বন্ধুবান্ধবের সঙ্গে তার তেমন একটা যোগাযোগ নেই।

৭।         শামিম কিভাবে অল্প সময়ের মধ্যে বন্ধুদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারবে?

            ক. সবার ঠিকানা জোগাড় করে   

             খ. পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে

            খ. মোবাইল ফোনের মাধ্যমে

            ঘ. ফেসবুকের মাধ্যমে

৮।        শামিম উক্ত যোগাযোগমাধ্যমের সাহায্যে করতে পারে—

            i. অন্যের সামনে নিজেকে তুলে ধরা

            ii. নিজের ভালোলাগা, মন্দ লাগার কথা বলা

            iii. সামাজিক যোগাযোগ রক্ষা করা

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii         

            খ. ii ও iii       

              গ. i ও iii       

            ঘ. i, ii ও iii



            নিচের অনুচ্ছেদটি পড়ে ৯ ও ১০ নম্বর প্রশ্নের উত্তর দাও :

            জীববিজ্ঞানের শিক্ষক শফিক ক্লাসের পাঠদান পদ্ধতিটাকে আরো Interactive করতে চান। তিনি এ বিষয়ে তথ্য-প্রযুক্তি বিষয়ের শিক্ষকের কাছে পরামর্শ চান।

৯।        তথ্য-প্রযুক্তি বিষয়ের শিক্ষক জীববিজ্ঞানের শিক্ষক শফিককে কোন পদ্ধতি ব্যবহারের পরামর্শ দেবেন?

            ক. শিক্ষার্থীদের পরীক্ষাগারে নিয়ে হাতে-কলমে শেখানো

            খ. শিক্ষাসামগ্রী ক্লাসে নিয়ে এসে শেখানো

            গ. জীববিজ্ঞানের জটিল উপকরণগুলো সংগ্রহ করে সনাতন পদ্ধতিতে পাঠদান

            ঘ. ই-লার্নিং পদ্ধতি

১০।      শফিক সাহেব ই-লার্নিং পদ্ধতিতে পাঠদান করে কিভাবে উপকৃত হবেন?

            ক. ক্লাস উপভোগ্য হয়   

            খ. পাঠদানে সময় কম লাগে

            গ. ক্লাস বেশি Interactive হয়

           ঘ. তাঁকে কম কথা বলতে হয়

১১।       ই-লার্নিংয়ের জন্য প্রয়োজন—

            i. ইন্টারনেটের স্পিড     

             ii. প্রয়োজনীয় অবকাঠামো

            iii. প্রয়োজনীয় শিখনসামগ্রী

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii         

            খ. ii ও iii       

             গ. i ও iii       

            ঘ. i, ii ও iii

১২।       সরকারি কাজে নাগরিকদের হয়রানি বন্ধ করার উপায় কী?

            ক. ওয়েবসাইটে তথ্য প্রকাশ করে

              খ. অ্যানালগ পদ্ধতিতে

            গ. ই-গভর্ন্যান্সের মাধ্যমে

            ঘ. ই-লার্নিংয়ের মাধ্যমে

১৩।      ই-গভর্ন্যান্সের মূল বিষয় হলো—

            i. নাগরিকের জীবনমান উন্নয়ন 

            ii. নাগরিককে হয়রানি মুক্ত রাখা

            iii.বহির্বিশ্বে দেশের নাম উজ্জ্বল করা

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii            খ. ii ও iii       

            গ. i ও iii         

            ঘ. i, ii ও iii

১৪।       ই-সার্ভিস বাস্তবায়ন সম্ভব হচ্ছে যার কল্যাণে—

            ক. ই-লার্নিং     

            খ. ই-গভর্ন্যান্স 

            গ. ডিজিটাল প্রযুক্তি       

            ঘ. অ্যানালগ প্রযুক্তি

১৫।      ইলেকট্রনিক মানি ট্রান্সফার ব্যবস্থায় ১ মিনিটে সর্বোচ্চ কত টাকা পাঠানো যায়?


            ক. ৩০
          খ. ৪০ হাজার   

            গ. ৫০ হাজার   

            ঘ. ৬০ হাজার

উত্তরঃ-


১. ঘ ২. ঘ ৩. গ ৪. ঘ ৫. গ ৬. ঘ ৭. ঘ ৮. ঘ ৯. ঘ ১০. গ ১১. ঘ ১২. গ ১৩. ঘ ১৪. গ ১৫. গ

পার্ট:-২

১। আমাদের দেশে দক্ষ শিক্ষকের অভাব কেন?
ক. রাজনৈতিক কারণে
খ. অর্থনৈতিক কারণে
গ. সামাজিক কারণ
ঘ. পারিবারিক কারণে
২।সুশাসনের পথে দেশকে এগিয়ে নিতে কিসের প্রয়োজন?
ক. ই লার্নিং   খ. ই-গভর্ন্যান্স
গ. ই-সার্ভিস   ঘ. ই-কমার্স
৩।গভর্ন্যান্স বা সুশাসনের জন্য কি ব্যবস্থা দরকার।
i.স্বচ্ছতা ii.অস্বচ্ছতা
iii.জবাবদিহিতামূলক
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii     খ.i ও iii
গ. ii ও iii    ঘ.i, ii ও iii
৪। ই পুর্জি কী?
ক.ইক্ষু সরবরাহের অনুমতিপত্র
খ. মাছ সরবরাহের অনুমতিপত্র
গ.সূতা সরবরাহের অনুমতিপত্র
ঘ.কোনটাই নয়
৫। ই-সার্ভিস কি?
ক.ইলেকট্রনিক পদ্ধতিতে সেবা
খ.বাড়ি বাড়ি গিয়ে সেবা
গ.ব্যবসার মাধ্যমে সেবা
ঘ.ডিজিটাল পদ্ধতিতে সেবা
৬। ই- পুর্জি  এর পূর্ণরুপ কী?
ক. ইলেকট্রো  পুর্জি                        খ. ইলেকট্রনিক পুর্জি
গ.ইলেকট্রন পুর্জি                          ঘ. ইলেকট্রিক পুর্জি
 নিচের উদ্দিপকটি পড় এবং ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও ।
রাত প্রায় দুইটা বাজে , রাফিতের মার হঠাত্ প্রচন্ড শ্বাসকষ্ট হতে লাগল। রাফিত বুজতে পারছে না কি করবে বাসায় সে আর মা ছাড়া কেউ নেই।
৭. এই অবস্থায় রাফিতের কি করা উচিত
ক. মাকে ফেলে রেখে চলে যাওয়া
খ. মাকে কিছু খেতে দেওয়া
গ. ডাক্তারকে ফোন করা
ঘ.মাকে হাসপাতালে নিয়ে যাওয়া
৮। ই-স্বাস্থ্যসেবার পূর্ণরুপ কী?
ক.ইলেকট্রনিক- স্বাস্থ্যসেবা
খ.ইলেকট্রন স্বাস্থ্যসেবা
 গ. ইলেকট্রিক-স্বাস্থ্যসেবা
ঘ. ইলেকট্রন স্বাস্থ্যসেবা
৯। cod এর পূর্ণরুপ কি?
ক. ক্রেডিট অন ডেবিট
খ.ক্যাশ অন ডেলিভারি
গ.ক্যাশ অন ডেলিভার
ঘ.ক্যাশ অন ডিক্রিমেন্ট
১০। বাংলাদেশে কত সাল থেকে ই-কমার্স প্রসারিত হচ্ছে?
ক. ২০১৩-১৪             খ.২০১১-১২
গ.২০১০-১১।            ঘ.২০১৫-১৬

উত্তর:
১ খ   ২   খ৩ খ   ৪ ক   ৫   ক  ৬    খ  ৭ গ৮ ক ৯  খ ১০ খ.

অধ্যায়-২

২৪। কোনটি কো-এক্সিয়াল কেবলের সুবিধা?

ক. টুইস্টেড পেয়ারের চেয়ে গতি কম

খ. ডেটা ট্রান্সফার রেট কম

গ. ট্রান্সমিশন লস অপেক্ষাকৃত কম

ঘ. সিগন্যাল ট্রান্সমিট অপেক্ষাকৃত কম

২৫। এসটিপি কেবলের বাইরে নিচের কোনটি থাকে?

ক. জ্যাকেট বা কেব্ল খ. জ্যাকেট বা কেসিং

গ. ইউটিপি বা কেসিং ঘ. কেসিং বা কেব্ল

২৬। কোন কেব্ল যোগাযোগ কেব্ল হিসেবে ব্যবহূত হয়?

ক. ফাইবার অপটিক খ. টুইস্টেড পেয়ার

গ. অপটিক্যাল ফাইবার ঘ. কো-এক্সিয়াল

২৭। বর্তমানে জোগানকৃত ইউটিপি কেবলের ডেটা ট্রান্সমিশন গতি সর্বোচ্চ কত এমবিপিএস?

ক. ১০০ খ. ৫০ গ. ৫০০ ঘ. ১০০০

২৮। কোনটি কো-এক্সিয়াল কেব্লকে নষ্ট হওয়া থেকে রক্ষা করার জন্য ব্যবহূত হয়?

ক. মেটালিক ফরেন খ. প্লাস্টিকের জ্যাকেট

গ. সলিড কপারওয়্যার ঘ. বেইডেডওয়্যার

২৯। যখন কপারওয়্যারসমূহ টুইস্টেড করা হয়, তখন কী ফলাফল হয়?

ক. EMI কমে খ. পরিবাহিকতা কমে

গ. রোধ কমে ঘ. তার স্থায়ী হয়

৩০। কী দিয়ে অপটিক্যাল ফাইবার কেব্ল তৈরি হয়?

ক. কাচতন্তু খ. ইস্পাত গ. কপার ঘ. ফেরাস কোর

৩১। নিচের কোনটি বর্তমানে প্রাপ্ত অপটিক্যাল ফাইবারের ডেটা পরিবহনের হারে সীমা নির্দেশক?

ক.1mbps-100mbps খ.100gbps-100gbps

গ. 1gbps-100 gbps ঘ.100mbps-2gbps

৩২। কীভাবে আন্তমহাদেশীয় অপটিক্যাল ফাইবার সারা বিশ্বে ছড়িয়ে গেছে?

ক. সমুদ্রের তলদেশ দিয়ে খ. বায়ুর মধ্য দিয়ে

গ. মাটির নিচ দিয়ে ঘ. ভূ-উপগ্রহের মাধ্যমে

৩৩। কমিউনিকেশন বলতে বোঝায়—

i. মেসেজ প্রেরণ ii. তথ্য গ্রহণের ক্ষমতা iii. তথ্যপ্রবাহ

নিচের কোনটি সঠিক?

ক. ii ও iii খ. i ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii

৩৪। ডেটা ট্রান্সমিশন মেথড হলো—

i. অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন

ii. সিনক্রোনাস ট্রান্সমিশন

iii. আইসোক্রোনাস ট্রান্সমিশন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৫ থেকে ৩৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।

জয় তার বাবাকে জিজ্ঞেস করল, মোবাইল ফোন কোম্পানিগুলো তাদের টাওয়ার উঁচু স্থানে স্থাপন করে কেন। জয়ের বাবা তখন তাকে বিভিন্ন ধরনের ওয়্যারলেস কমিউনিকেশন মিডিয়ার কার্যপদ্ধতি

ব্যাখ্যা করলেন।

৩৫। তারের মধ্য দিয়ে যখন সিগন্যাল অতিক্রম করতে থাকে, তখন এর শক্তি বা মান ক্রমান্বয়ে লোপ পেতে থাকে, যাকে বলা হয়—

ক. এটিনিউয়েশন খ. বিকিরণ

গ. ট্রান্সমিশন লস ঘ. প্রসেসিং সিস্টেম

৩৬। মোবাইল ফোন কোম্পানিগুলো আন্তদেশীয় টেলিযোগাযোগে কোন ওয়্যারলেস মিডিয়া ব্যবহার করে?

ক. রেডিও ওয়েভ খ. টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ

গ. স্যাটেলাইট মাইক্রোওয়েভ ঘ. ইনফ্রারেড

৩৭। Wi-Max টাওয়ার চারদিকে সর্বোচ্চ কত মাইল পর্যন্ত সেবা দিতে পারে?

ক. ১০ খ. ২০ গ. ৪০ ঘ. ৬০



অধ্যায়-২
উত্তরমালাঃ-

 ২৪. গ ২৫. খ ২৬. গ ২৭. ঘ ২৮. খ ২৯. ক ৩০. ক ৩১. ঘ ৩২. ক ৩৩. ঘ ৩৪. ঘ ৩৫. ক ৩৬. খ ৩৭. ক

পার্ট-৩

১। প্রশ্নঃ বিশ্বে ইন্টারনের চালু হয় কখন ?
উত্তরঃ ১৯৬৯ সালে।

২। প্রশ্নঃ বাংলাদেশে ইন্টারনের চালু হয় কখন ?
উত্তরঃ ১৯৯৬ সালে।

৩। প্রশ্নঃ ইন্টারনেটের জনক কে ?
উত্তরঃ ভিনটন জি কার্ফ ।

৪। প্রশ্নঃ WWW এর অর্থ কি ?
উত্তরঃ World Wide Web.

৫। প্রশ্নঃ WWW এর জনক কে ?
উত্তরঃ টিম বার্নাস লি ।

৬। প্রশ্নঃ ই-মেইল এর জনক কে ?
উত্তরঃ রে টমলি সন।

৭। প্রশ্নঃ ইন্টারনেট সার্চইঞ্জিনের জনক কে?
উত্তরঃ এলান এমটাজ ।

৮। প্রশ্নঃ Internet Corporation For Assiged Names And Number – ICANN এর প্রতিষ্টা কবে?
উত্তরঃ ১৮ সেপ্টেম্বর ১৯৮৮ সালে ( সদর দপ্তর ক্যালিফোর্নিয় )

৯। প্রশ্নঃ ইন্টারনেট জগতের প্রথম ডোমেইনের নাম কি ?
উত্তরঃ ডট কম ।

১০। প্রশ্নঃ কম্পিউটার নির্মাতা প্রতিষ্টান সিম্বোলিকস ইন্টারনেট জগতের প্রথম ডোমেইন ডট কম রেজিস্ট্রেশন করে কবে ?
উত্তরঃ ১৫ মার্চ ১৯৮৫ সালে ।

১১। প্রশ্নঃ ইন্টারনেট ব্যাবহারকারী শীর্ষদেশ কোনটি ?
উত্তরঃ প্রথম-চীন, দ্বিতীয় যুক্তরাষ্ট্র

১২। প্রশ্নঃ বহু জনপ্রিয় ওয়েব ব্রাউজার ( Web Browser ) কি কি?
উত্তরঃ Opera, Mozilla, Internet Explorer, Rock Melt, Google Chromr.

১৩। প্রশ্নঃ বিখ্যাত সার্চ ইঞ্জিন Google এর প্রতিষ্টাতা কে ?
উত্তরঃ সার্জে এম বেরিন ওলেরি পেজ।

১৪। প্রশ্নঃ জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইট কি কি?
উত্তরঃ Twitter, Facebook, Diaspora, MySpace, Orkut.

১৫। প্রশ্নঃ জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইট টুইটারের কবে প্রতিষ্টিত হয় ?
উত্তরঃ ২০০৬ সালে।

১৬। প্রশ্নঃ টুইটারের প্রতিষ্টাতা কে?
উত্তরঃ জ্যাক উর্সে , ইভান উইলিয়াম, বিজ স্টোর্ন ।

১৭। প্রশ্নঃ ফেসবুকের প্রতিষ্টাতা কে ?
উত্তরঃ মার্ক জুকারবার্গ, ক্রিস হেগস, ডাসটিন মোক্রোভিজ, এডুয়ার্জে সাভেরিনা

১৮। প্রশ্নঃ জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইট ফেসবুকের কবে প্রতিষ্টিত হয় ?
উত্তরঃ ২০০৪ সালে ।

১৯। প্রশ্নঃ ইন্টারনেটের মাধ্যমে প্রদত্ত চিকিৎসা পদ্ধিতিকে কি বলে ?
উত্তরঃ টেলি মেডিসিন ।

২০। প্রশ্নঃ উইকিপিডিয়া কি ?
উত্তরঃ অনলাইনভিত্তিক ফ্রি বিশ্বকোষ ।

২১। প্রশ্নঃ উইকিপিডিয়া কে প্রতিষ্টা করেন ?
উত্তরঃ জিমি ওয়েলস (যুক্তরাষ্ট)

২২। প্রশ্নঃ উইকিপিডিয়া কবে প্রতিষ্টা করেন?
উত্তরঃ ২০০১ সালে ।

২৩। প্রশ্নঃ উইকিপিডিয়া ফাউন্ডেশন কি ?
উত্তরঃ অনলাইনভিত্তিক বিশ্বকোশ উইকিপিডিয়ার মালিক প্রতিষ্টান ?

২৪। প্রশ্নঃ উইকিলিকস (Wikileaks) কি?
উত্তরঃ সুইডেন ভিত্তিক আন্তর্জিক সংস্থা ।

২৫। প্রশ্নঃ উইকিলিকস (Wikileaks) এর কাজ কি?
উত্তরঃ এর কাজ বিশ্বের বিভিন্ন ক্ষেত্রের গুরুত্বপূর্ন এমন একটি গোপন সংবাদ সংগ্রহ করে প্রকাশ করা ।

২৬। প্রশ্নঃ উইকিলিকস (Wikileaks) কে প্রতিষ্টা করেন ?
উত্তরঃ জুলিয়ান আসেঞ্জ (অস্ট্রেলিয়া)

২৭। প্রশ্নঃ বিশ্বে প্রথম ইন্টারনেট নেটওয়ার্কিংয়ের নাম কি ?
উত্তরঃ ARPANET ( Advanced Research Projects Agency Network)

২৮। প্রশ্নঃ ফ্লিকার কি ?
উত্তরঃ ছবি শেয়ারিং সাইট Flickr.

২৯। প্রশ্নঃ ইউটউব কি ?
উত্তরঃ ভিডিও শেয়ারিং সাইট YouTube.

৩০। প্রশ্নঃ YouTube এর প্রতিষ্টাতা কে ?
উত্তরঃ স্টিভ চ্যান জাভেদ করিম ।

৩১। প্রশ্নঃ স্প্যাম কি ?
উত্তরঃ অনাকাঙ্কিত ই-মেইল।

৩২। প্রশ্নঃ কম্পিউটার মাউসের জনক কে ?
উত্তরঃ ডগলাস এঙ্গেলবার্ট।

৩৩। প্রশ্নঃ আধুনিক কম্পিউটারের জনক কে?
উত্তরঃ চালর্স ব্যাবেজ

৩৪। প্রশ্নঃ FACEBOOK -এর সদর দপ্তর কোথায়?
উত্তরঃ California

৩৫। প্রশ্নঃ Google কবে প্রতিষ্ঠা করা হয়?
উত্তরঃ ১৯৯৮ খ্রিঃ

৩৬। প্রশ্নঃ 3g সেবা সর্বপ্রথম কখন চালু হয়?
উত্তরঃ ২০০১ খ্রিঃ

৩৭। প্রশ্নঃ 4g এর প্রকৃত bandwidth কত?
উত্তরঃ 10MBps

৩৮। প্রশ্নঃ ABC কি?
উত্তরঃ একটি কম্পিউটার

৩৯। প্রশ্নঃ HTML মানে কি?
উত্তরঃ Hype Text Markup Language

৪০। প্রশ্নঃ PC-তে সর্বপ্রথম operating system,ব্যবহার করা হয় কবে?
উত্তরঃ ১৯৭১ খ্রিঃ

৪১। প্রশ্নঃ Printer কি ধরনের device?
উত্তরঃ Output

৪২। প্রশ্নঃ ROM এর পূর্ণ রূপ কি?
উত্তরঃ Read Only Memory

পার্টঃ- ৪

১. একুশ শতকের সম্পদ হচ্ছে-
- জ্ঞান।
২. এখন পৃথিবীর সম্পদ হলো-
- সাধারণ মানুষ।
৩. Globalization ত্বরান্বিত হওয়ার পেছনের কারণ কোনটি?
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি।
৪. কোনটির কারণে দেশের সীমা এখন নিজের দেশের গন্ডি ছাড়িয়ে সরা পৃথিবেিত ছড়িয়ে পড়েছে? - বিশ্বায়ন।
৫. পৃথিবীর মানুষকে এক সময় বেঁচে থাকার জন্য কোনটির উপর নির্ভর করতে হতো?
- প্রকৃতির অনুকম্পার উপর।
৬. মানুষ কখন প্রকৃতির নির্ভরশীলতা কমিয়ে এনেছে?
- যন্ত্র আবিস্কার করে।
৭. শিল্প বিপ্লব সংঘটিত হয় কখন?
- অষ্টাদশ থেকে উনবিংশ শতাব্দীতে।
৮. আধুনিক কম্পিউটারের বিকাশ হয় কার হাত ধরে?
- চার্লস ব্যাবেজের (charles Babbage )
৯. চার্লস ব্যাবেজ জন্ম গ্রহণ করেন-
- ১৮৯১ সালে।
১০. চার্লস ব্যাবেজ ছিলেন একজন-
- প্রকৌশলী ও গনিতবিদ।
১১. চার্লস ব্যাবেজ মৃত্যুবরন করেন কত সালে? -১৮৭১ সালে।
১২. অনেকে চার্লস ব্যাবেজকে বলে থাকেন-
- আধুনিক কম্পিউটারের জনক।
১৩. চার্লস ব্যাবেজের বর্ণনা অনুসারে ইন্ডিন তৈরি করা হয় কোথায়?
- লন্ডনের বিজ্ঞান যাদুঘরে।
১৪. কতসালে লন্ডনের বিজ্ঞান যাদুঘরে ব্যাবেজের বর্ণনা অনুসারে ইন্ডিজ তৈরি করা হয়? - ১৯৯১ সালে।
১৫. চার্লস ব্যাবেজের যন্ত্রটির কার্যকারিতা বাড়াতে সাহায্য করেন-
- অ্যাডা লাভলেস (Ada lovelace)
১৬. অ্যাডা লাভলেসের পিতা কে ছিলেন? - কবি লর্ড বায়রন।
১৭. চার্লস ব্যাবেজের সাথে অ্যাডার পরিচয় হয় কত সালে? - ১৮৩৩।
১৮. ব্যাবেজের এনালিটিক্যার ইঞ্জিনকে কাজে লাগিয়ে প্রোগ্রামিং এর ধারণাকে সামনে নিয়ে আসেন কে?
- অ্যাডা লাভলেস।
১৯. ব্যাবেজ কোন বিশ্ববিদ্যালয়ে তার ইজিনসম্পর্কে বক্তব্য দেন?
- তুরন বিশ্ববিদ্যালয়।
২০. ব্যাবেজ কত সালে তুরিন বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেন?
- ১৮৪২ সালে।
২১. অ্যাডার মৃত্যুর কত বছর পর তার নোট প্রকাশের মাধ্যমে বিজ্ঞানীরা বুঝতে পারেন তিনি প্রোগ্রামিং এর ধারণা দিয়েছিলেন - ১০০ বছর।
২২. তড়িৎ ও চৌম্বক বলকে একত্র করে তড়িৎ চৌম্বুকীয় বলের ধারণা প্রকাশ করেন কে?
- জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল।
২৩. বিজ্ঞানী আইনস্টাইন জন্মগ্রহণ করেন কত সারে? - ১৮৭৯ সালে।
২৪. বিনা তারে এক স্থান থেকে অন্যস্থানে বার্তা প্রেরণে প্রথম সলল বাঙালী বিজ্ঞানী কে?
- জগদীশ চন্দ্র বসু।
২৫. কত সালে জাগদীশ চন্দ্র অতিক্ষুদ্র তরঙ্গ ব্যবহার করে এক স্থান থেকে অন্যস্থানে তথ্য প্রেরণে সফল হন?
- ১৮৯৫ সালে।
২৬. বেতার যন্ত্রের আবিস্কারক হিসাবে স্বীকৃতি দেওয়া হয় কাকে?
- গুগলিয়েলমো মার্কনি।
২৭. মেইল ফ্রেম কম্পিউটার তৈরি করে কোন কোম্পানি?
- আইবিএম।
২৮. মাইক্রোপ্রসেসর আবিস্কৃত হয় কত সালে? - ১৯৭১ সালে।
২৯. বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু মৃত্যুবরণ করেন২ - ১৯৩৭ সালে।
৩০. গুগলিয়েলমো মার্কনি কোন দেশের অধিবাসী ছিলেন?
- ইতালির।
৩১. কোনটি আবিস্কারের পর সাশ্রয়ী কম্পিউটার তৈরির পথ সুগম হয়।
- মাইক্রোপ্রসেসর।
৩২. আরপানেটের জন্ম হয় কখন?
- বিশ শতকের ষাট-সত্তর দশকে।

No comments

Powered by Blogger.