এসএসসি গণিত নৈর্ব্যক্তিক উত্তরমালা

এস.এস.সি. গণিত  বহুনির্বাচনি অভীক্ষা (সম্ভাব্য উত্তরমালা)



১. একটি বৃত্তের ব্যাস 24 সে.মি.। এর পরিধি কত? 
উত্তর: (গ) 75.4 
২. একটি ঘনকের এক পৃষ্ঠের বর্গের দৈর্ঘ্য 8 root 2 সে.মি.। ঘনকটির কর্ণ কত সে.মি.? 
উত্তর: (গ) 8 root 3 
৩. পরিসংখ্যানের  ক্ষেত্রে-   
উত্তর: (ক) i ও ii 
৪. গণসংখ্যা সারণি প্রস্তুত করতে হলে প্রথমে কোনটি প্রয়োজন? 
উত্তর: (গ) পরিসর 
৫. কোনো ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 9 সে.মি.  10 সে.মি. এবং এদের অন্তরভুক্তকোণ 60 ডিগ্রি। ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি.? 
উত্তর: (খ) 38.97 
৬. ত্রিভুজ ABC এর C কোণ স্থুলকোণ; AD, BC এর উপর লম্ব হলে, নিচের কোনটি সঠিক? 
উত্তর: (খ) AB2 = AC2 + BC2 + 2BC.CD 
৭.  H অক্ষরটির ঘূর্ণন কোণ কত? 
উত্তর: (ঘ) 180 Degree
৮. 8 + 16 + 24 + ............. ধারার নবম পদ কত? 
উত্তর: (ক) 72 
৯. একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 3 : 4 : 5 হলে, ক্ষুুদ্রতম কোণের পরিমাণ কত? 
উত্তর: (খ) 45 Degree 
১০. বৃত্তের প্রতিসাম্য রেখা কয়টি?   
উত্তর: (ঘ) অসংখ্য 
১১. BC এর দৈর্ঘ্য কত মিটার? 
উত্তর: (ক) 2 root 3 
১২. (x + 3) (x – 3) = 16 হলে, x এর মান কত? 
উত্তর: (ক) + 5, – 5 
১৩. ত্রিকোণমিতির ক্ষেত্রে- 
উত্তর: (খ) iii 
১৪. tanA= 4/3 হলে secA এর মান কত? 
উত্তর: (ঘ) 5/3 
১৫. BAC কোণ এর সম্পূরক কোণের মান কোনটি?
উত্তর: (ক) 120 Degree 
১৬. ABC কোণ + ACD কোণ এর মান কোনটি? 
উত্তর: (ঘ) 180 Degree 
১৭. কোনো ত্রিভুজে কয়টি বহির্বৃত্ত আঁকা হয়? 
উত্তর: (গ) 3
১৮. AB = কত সেমি?
উত্তর: (খ) 2 root 7 
১৯. ত্রিভুজ আঁকতে প্রয়োজন- 
উত্তর: (ঘ) i, ii ও iii   
২০. log2 root 2, 64 এর মান নিচের কোনটি?
উত্তর: (ঘ) 4 
২১. a belongs to R হলে-
উত্তর: (K) i ও ii 
২২. 4x+1 = 32 হলে x এর মান কত? 
উত্তর: (খ) 3/2
২৩. 3784.8 সংখ্যাটিতে লগের পূর্ণক কত? 
উত্তর: (খ) 3 
২৪. 35 – 2y – y2 এর উৎপাদক কোনটি?
উত্তর: (গ) 7 + y   
২৫. 3x – 5y – 7, 6x – 10y = 15 এই সমীকরণ জোটটি- 
উত্তর: (খ) i ও iii 
২৬. a+1/a এর মান কত? 
উত্তর: (ক) root 29 
২৭. a2 + 1/a2 এর মান কত? 
উত্তর: (গ) 27 
২৮. নিচের কোন অন্বয়টি ফাংশন? 
উত্তর: (গ) {(2, 3), (1, 2)} 
২৯. নিচের কোনটি দ্বারা A intersection B প্রকাশ করা যায়? 
উত্তর: (গ) {x : x belongs to A এবং  x belongs to B}
৩০. কোনটি স্বাভাবিক সংখ্যা? 
উত্তর: (ঘ) 3

5 comments:

  1. মাদ্রাসা ডাকা বোড এর mcq গণিত এর উত্তর টি দিবেন?

    ReplyDelete
  2. দুঃখিত আমাদের কাছে বর্তমানে মাদ্রাসা বোর্ডের গণিত প্রশ্নের উত্তরমালা নেই। যদি সংরক্ষন করতে পারি তাহলে অবশ্যই শেয়ার করবো।

    ReplyDelete
  3. ভাই ICT প্রশ্ন কি আউট হইছে ।

    ReplyDelete
    Replies
    1. প্রশ্নের আশায় না থেকে ভালভাবে পড়াশুনা করেন .....

      Delete
  4. objeective banglay 2 subjeect mile koto pele pass asbe??

    ReplyDelete

Powered by Blogger.