এসএসসি পদার্থ বিজ্ঞান ফাইনাল সাজেশন

এস.এস.সি পদার্থ বিজ্ঞান ফাইনাল সাজেশন।



১. একটি বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা আরম্ভ করে প্রথম সেকেন্ডে 2m দূরত্ব অতিক্রম করে। পরবর্তী 2m দূরত্ব অতিক্রম করতে বস্তুটির t সময় লাগে ।

ক. ভানিয়ার ধ্রুবক কী?
খ. বৃত্তাকার পথে গতিশীল কোনো বস্তুর ত্বরণ ব্যাখ্যা কর।
গ. t-এর মান নির্ণয় কর।
ঘ. বস্তুটির বেগ সুষম কী না, উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।

২.



0.2kg ভরের বরফের অবস্থার পরিবর্তন দেখানো হয়েছে। বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ = 3360000kg-1

ক. ঘনত্ব কাকে বলে?
খ. গরমের দিনে মাটির কলসির পানি ঠাণ্ডা থাকে কেন?
গ. A থেকে D পর্যন্ত বরফের অবস্থার পরিবর্তন হতে প্রয়োজনীয় তাপের পরিমাণ নির্ণয় কর।
ঘ. চাপ বৃদ্ধি করা হলে উপরোক্ত লেখের অবস্থার উপর কিরূপ প্রভাব পড়বে বিশ্লেষণ কর।


৩.  নিচের চিত্রে একটি গাড়ি চলার সময় বনাম বেগের লেখচিত্র দেখানো হল।


ক. চলন গতি কাকে বলে?
খ. “সরণ বস্তুর গতি পথের উপর নির্ভর করে না” ব্যাখ্যা কর।
গ. লেখচিত্র হতে ত্বরণের বিভিন্ন মান নির্ণয় করে প্রকৃতি ব্যাখ্যা কর। ৩
ঘ. গাড়িটি যদি শুরু থেকেই সমত্বরণে চলতো তবে উল্লেখিত সময়ে C বিন্দুতে পৌছাতে পারতো কী? গাণিতিক যুক্তি দাও ।

৪. সুমন 2kg ভরের একটি বস্তুকে ভূমি থেকে খাড়া উর্ধে নিক্ষেপ করল এবং বস্তুটি 8sec পর পুনরায় ভূমিতে ফিরে এল। তার বন্ধু শাহেদ 49m উচ্চতা থেকে একই সময়ে একটি বস্তু নিচে ফেলে দিল।

ক. কর্মদক্ষতা কাকে বলে?
খ. 1MeV বলতে কী বুঝায়?
গ. যদি ১ম বস্তুটি 245msec বেগে উপরের দিকে নিক্ষিপ্ত হয় তবে বস্তু দুটি কত সময় পর মিলিত হবে? নির্ণয় কর ।
ঘ. ১ম বস্তুর ক্ষেত্রে নিক্ষেপের মুহুর্তে এবং 2sec পরে বস্তুটির বিভব শক্তি এবং গতি শক্তির মোট পরিমাণ একই থাকবে কী? গাণিতিকভাবে বিশ্লেষণ। কর ।

৫.


ক. প্রসঙ্গ কাঠামো কাকে বলে?
খ. দৈব দুটি এড়ানো সম্ভব নয় কেন? ব্যাখ্যা কর ।
গ. বস্তুটির 12 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ব্যাখ্যা কর।
ঘ. বস্তুটির 6th ও 12th সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এর মধ্যে কোনটি বেশী? গাণিতিকভাবে বিশ্লেষণ কর ।

৬. এক ব্যক্তি 1 HP এর একটি পাম্প দ্বারা 10 m ব্যাসের এবং 10 m গভীরতম একটি কুপ থেকে পানি তুলছিলেন । তিনি লক্ষ করলেন যে, পুকুরের অর্ধেক পানি তুলতে যে সময় লাগে বাকী অর্ধেক তুলতে তার চেয়ে বেশী সময় লাগে।

ক. যান্ত্রিক শক্তি কাকে বলে?
খ. জীবাণু শক্তি বলতে কি বুঝায়?
গ. উক্ত পাম্পটি 10 ঘন্টা ধরে চললে কী পরিমাণ কাজ সম্পাদন হবে? ৩
ঘ. লোকটির পর্যবেক্ষণ সঠিক ছিল কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ কর। ৪

৭. 500kg ভরের একটি মাইক্রোবাস 4500kg ভরের একটি মালবাহি ট্রাক 40ms বেগে চলছিল। হঠাৎ পথে একটি শিশু দেখে উভয়েই ব্রেক করল। এতে মাইক্রোবাসটি 5s এ থামল।

ক. মৌলিক বল কাকে বলে?
খ. বিভিন্ন প্রকার ঘর্ষণের নাম লিখ ।
গ. উদ্দীপকের মাইক্রোবাসটির ব্রেকজনিত প্রতিরোধকারী বলের মান নির্ণয় কর ।
ঘ. উদ্দীপকের মাইক্রোবাসের প্রযুক্ত বল দিয়ে কত সময়ে ট্রাকটি থামাতে পারবে? 5s এ ট্রাকটি থামাতে কত বলের প্রয়োজন?

৮. একটি ট্রেন স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে সমত্বরণে এক মিনিট চলার পর 30ms বেগ প্রাপ্ত হয়। এরপর ট্রেনটি সুষম বেগে চলে 250m দূরত্ব অতিক্রম করার পর ব্রেক কষে সুষম মন্দনে চলে 125m দূরত্বে থেমে গেল। ।

ক. তাৎক্ষণিক দুতি কাকে বলে?
খ. বল একটি লন্ধ রাশি কেন?
গ. ট্রেনটির প্রথম 1 মিনিটে ত্বরণ নির্ণয় কর ।
ঘ. ট্রেনটির সুষম বেগে ও সুষম মন্দনে চলার সময় একই না ভিন্ন, গাণিতিক যুক্তিসহ বিশ্লেষণ কর।

2 comments:

  1. সলিউশন দিলে ভালো হয়।

    ReplyDelete
  2. অন্য অধ্যয়গুলো প্রয়োজন

    ReplyDelete

Powered by Blogger.