এসএসসি ফিন্যান্স ও ব্যাংকিং সাজেশন

এসএসসি পরীক্ষার্থীদের জন্য ফিন্যান্স ও ব্যাংকিং সাজেশন।



১. জনাব রাজিব মধ্যপ্রাচ্যে একটি দেশে কাজ করে পরিবারে নিয়মিত টাকা পাঠায়। তার পরিবার উক্ত টাকা দিয়ে একটি মৎস্য খামার স্থাপন করে যা
পরিবারের সচ্ছলতার পাশাপাশি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

ক. আয় সিদ্ধান্তের অপর নাম কী?
খ. তারল্য ও মুনাফার মধ্যে ভারসাম্য রক্ষাকারী নীতিটি ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকের কোন ধরনের অর্থায়নের কথা বলা হয়েছে? বর্ণনা করো। ৩
ঘ. দেশের অর্থায়নে জনাব রাজিবের ভূমিকা মূল্যায়ন করো।

২. মাসুম ৫ বছর পর ১০,০০,০০০/- টাকা পাওয়ার আশায় বর্তমানে কিছু টাকা ব্যাংকে জমা রাখতে চায়। সে তথ্য পেল যে, A ব্যাংক বার্ষিক ১০% হারে চক্রবৃদ্ধি মুনাফা দেয় আর B ব্যাংক ৯% হারে মাসিক চক্রবৃদ্ধিতে মুনাফা দেয়।

ক. EAR-এর পূর্ণরূপ লিখ।
খ. ‘রুল-৭২’ ব্যাখ্যা করো।
গ. A ব্যাংক নির্বাচন করলে মাসুমকে কত টাকা জমা রাখতে হবে? ৩
ঘ. মাসুমের জন্য বিনিয়োগ ক্ষেত্রটি যুক্তি সহ চিহ্নিত করে দেখাও। ৪

৩. হাওলাদার ব্রাদার্স ১০ বছর মেয়াদি নিও’ ও ‘ষ্টার’ নামক প্রকল্পের একটিতে ২০ লক্ষ টাকা বিনিয়োগ করতে চায়। প্রকল্প দুটির কিছু তথ্য নিম্নরূপ-


ক. গড় মুনাফার হার নির্ণয়ের সূত্রটি লিখ।
খ. গড় মুনাফার হার পদ্ধতির সবচেয়ে বড় সীমাবদ্ধতা কি? ব্যাখ্যা করো। ২
গ. স্টার প্রকল্পের পে-ব্যাক নির্ণয় করো।

৪.  জনাব মধু মিয়া পেনশনের ১০ লক্ষ টাকা ঋকিবিহীন বিনিয়োগ করতে চান, তবে নিশ্চিত আয়ত্ত করতে চান।

ক. লভ্যাংশ প্রদান অনুপাত নীতি কী?
খ. অগ্রাধিকার শেয়ারের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।
গ. জনাব মধু মিয়া কিসে বিনিয়োগ করবে? ব্যাখ্যা করো।
ঘ. জনাব মধু মিয়ার পেনশনের টাকা শেয়ারে বিনিয়োগ করলে যে বেশি। লাভবান হতে পারতেন— যুক্তিসহ ব্যাখ্যা করো।

৫.  অটোবি কোম্পানির প্রতিটি শেয়ারের বর্তমান বাজারমূল্য ১২৫ টাকা। এবং লিখিত মূল্য ১০০ টাকা। কোম্পানিটি বর্তমান বছরে প্রতি শেয়ারে ১০ টাকা হারে লভ্যাংশ ঘোষণা করছে এবং প্রত্যাশা করছে পরবর্তী বছরগুলোতে এ লভ্যাংশ ১০% হারে বৃদ্ধি পাবে।

ক. কাম্য ঋণ নীতি কী?
খ. শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি বলতে কী বোঝায়?
গ. অটোবি কোম্পানির সাধারণ শেয়ার মূলধন ব্যয় বের করো।
ঘ. যদি লভ্যাংশ বৃদ্ধির হার ৮% হয়, তাহলে সাধারণ শেয়ার মূলধন ব্যয় কত হবে?


৬.  জনাব কবির তার প্রতিষ্ঠানে নতুন মেশিন বসানোর চিন্তাভাবনা করছে। মেশিনটির ব্যয় হবে ৫,০০,০০০ টাকা। আয়ুষ্কাল ৫ বছর এবং কর হার
৪০%, ভগ্নাবশেষ মূল্য নেই এবং প্রতিষ্ঠানটি সরলরেখিক পদ্ধতিতে অবচয়। ধার্য করে থাকে। উক্ত প্রকল্প থেকে আগামী ৫ বছরে যথাক্রমে ১,০০,০০০
টাকা, ১,৫০,০০০ টাকা, ১,২০,০০০ টাকা, ১,৮০,০০০ টাকা ও ২০,০০০ টাকা আয় হবে বলে আশা করা হচ্ছে।

ক. নগদ আন্তঃপ্রবাহের সঠিক প্রাক্কলন কিসের ওপর নির্ভর করে?
খ. পে-ব্যাক সময় পদ্ধতির সীমাবদ্ধতা ব্যাখ্যা করো।
গ. প্রতিবছর কর পরবর্তী আয় ১,৫০,০০০ টাকা করে পেলে কবিরের পে ব্যাক সময় কত হবে?
ঘ. কবিরের প্রতিষ্ঠানের পে-ব্যাক সময় নির্ণয় করো।


৭. বাংলাদেশ সরকার পদ্মা সেতু নির্মাণের জন্য বিশ্বব্যাংকের সাথে ঋণচুক্তি সম্পাদনের উদ্যোগ গ্রহণ করলেন। বিশ্ব ব্যাংক ঋণের জন্য বিভিন্ন শর্ত জুড়ে
দেয়। ফলে বাংলাদেশ বিকল্প অর্থায়নের কথা ভাবলো। সরকার নিজে এবং বেসরকারি সহায়তায় অর্থায়নের মাধ্যমে সেতুটি নির্মাণের উদ্যোগ গ্রহণ করল।

ক. সকল ধরনের প্রতিষ্ঠানেই অর্থায়নের সাধারণ বৈশিষ্ট্য কি?
খ. ব্যবসায়ের মূল চালিকাশক্তি বলা হয় কোনটিকে? ব্যাখ্যা কর।
গ. পদ্মা সেতু নির্মাণের জন্য বাংলাদেশ সরকার প্রথমে কোন ধরনের অর্থায়নের উদ্যোগ গ্রহণ করে? বর্ণনা কর।
ঘ. পদ্মা সেতু নির্মাণে বিক অর্থায়নের উদ্যোগ গ্রহণের যৌক্তিকতা বিশ্লেষণ কর। ৪


৮. জনাব আরমান একজন ব্যবসায়ী। তিনি নানা ধরনের খাদ্যজাত দ্রব্য উৎপাদন করেন। এক্ষেত্রে তিনি নিজস্ব মূলধন ব্যবহার করেন। কিন্তু মূলধনের
ঘাটতি হলে তিনি ক্রেতাদের নিকট থেকে অগ্রিম গ্রহণ করে থাকেন। এতে তার মূলধনজনিত সমস্যা লাঘব হয়।

ক. সিিত তহবিল কাকে বলে?
খ. ঋণপত্র বলতে কী বোঝায়?
গ. ক্রেতার নিকট থেকে অগ্রিম গ্রহণ কোন তহবিলের অন্তর্ভুক্ত? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
ঘ. প্রতিষ্ঠান সচল রাখতে বহিস্থ তহবিলের গুরুত্ব বিশ্লেষণ কর।

৯. আকরাম সাহেব একজন ব্যবসায়ী। তিনি বার্ষিক ১০% চক্রবৃদ্ধি সুদে ১,০০,০০০ টাকা যমুনা ব্যাংকে জমা রাখেন। জমাকৃত টাকা নির্দিষ্ট সময় পরে। উত্তোলন করে ব্যবসায় বিনিয়োগ করবেন?

ক. বাট্টাকরণ প্রক্রিয়া কাকে বলে?
খ. সুযোগ ব্যয় বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
গ. আকরাম সাহেবের হিসাবে ৫ বছর পর মোট কত টাকা জমা হবে? ৩
ঘ. ৬ মাস অন্তর চক্রবৃদ্ধি হলে ৫ বছর পর যমুনা ব্যাংকে তার কত টাকা জমা থাকবে? ৪

১০. পারিবারিক অসচ্ছলতার কারণে শাহিন বেশি লেখাপড়া করতে পারেনি। পরবর্তী সময়ে সে চাকুরির চেষ্টা না করে সে বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে ব্যবসায় করতে উৎসাহিত হয়। বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান তাকে আর্থিক সাহায্য করে থাকে।

ক. ব্যয় সিদ্ধান্তের অপর নাম । কী?
খ. অর্থায়ন বলতে কি বুঝায়?
গ. শাহিনকে সাহায্যকারী সরকারি আর্থিক প্রতিষ্ঠানটি কোন ধরনের প্রতিষ্ঠান? বর্ণনা কর।
ঘ. আমাদের দেশের যুব সমাজকে স্বনির্ভর করার ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানগুলো কী ভূমিকা পালন করতে পারে? আলোচনা কর। ৪

১১. আলম সাহেব একটি ব্যবসায় প্রতিষ্ঠান খুলছেন। প্রতিষ্ঠানটি খোলার পূর্বে তিনি বিভিন্ন উৎস থেকে তহবিল সংগ্রহ করছেন। ব্যবসা চালু করার পর বছর শেষে দেখা গেল তিনি তার ব্যবসায় থেকে মুনাফা অর্জন করতে সক্ষম হয়েছেন।

ক. অভ্যন্তরীণ তহাবল কী?
খ. অবন্টিত মুনাফা ও সঞ্চিতি তহবিল বলতে কী বোঝায়?
গ. আলম সাহেবের ব্যবসায়ের তহবিল সংগ্রহের পদ্ধতি ব্যাখ্যা কর ।৩
ঘ. তহবিল বিনিয়োগের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন” কথাটির যথার্থতা বিশ্লেষণ কর।

১২.:জনাব আদিব ৩ মাস অন্তর ১২% হারে চক্রবৃদ্ধিতে ৬ বছরের পলিসিতে ৪,০০,০০০- টাকা জমা রাখতে গিয়েও তার বন্ধুর পরামর্শে ।অবশেষে ১৩% সরল সুদে ৬ বছরের জন্য সঞ্চয়পত্রে অর্থ বিনিয়োগ করেন।

ক. m দ্বারা কী বোঝায়?
খ. ব্যবসায় অর্থায়নে সময় মূল্যের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
গ. জনাব আদিব ৬ বছর পর কত টাকা পাবেন?
ঘ. জনাব আদিবের পলিসিটি লাভজনক হবে তুমি
জন্য কোন বলে মনে কর?

১৩.  মিজান পূর্ব পরিকল্পনা ছাড়াই শেয়ারবাজারে অর্থ বিনিয়োগ করে। চরমভাবে ক্ষতিগ্রস্ত হন। তবে তিনি তার বন্ধু সবুজের পরামর্শে মাছ চাষ শুরু। করেন। তিনি আস্তে আস্তে এ ব্যবসায়ে আরও বেশি বিনিয়োগ করতে উৎসাহী হন।

ক. কোন ধরনের কোম্পানির অর্থায়ন প্রক্রিয়া ভিন্ন ধরনের?
খ. পূর্ণাঙ্গ ব্যবসায়ীর স্বত্বমূর্ত ধারণা ব্যাখ্যা করো।
গ. শেয়ারবাজারে বিনিয়োগে মিজানের ব্যর্থতার কারণ কী? বর্ণনা করো। ৩
ঘ. মাছ চাষে মিজানের বিনিয়োগ যথাযথ ছিল কিনা? তোমার মতামত বিশ্লেষণ করো।

১৪.  রাসেল ৪ বছর পর ১,৭৫,০০০ টাকা পাওয়ার জন্য ব্যাংকে কিছু টাকা । জমা রাখতে চান। আশা ব্যাংক' তাকে বার্ষিক ১২% চক্রবৃদ্ধি হারে সুদ
দেওয়র প্রস্তাব দিয়েছে এবং ‘সহসা ব্যাংক' ১০% হারে মাসিক চক্রবৃদ্ধি প্রস্তাব দিয়েছে।

ক. চক্রবৃদ্ধি সুদ কী?
খ. কখন সূত্রে m যুক্ত করতে হয়? ব্যাখ্যা করো।
গ. রাসেল বর্তমানে কত টাকা রাখলে তার আশা পূর্ণ হবে?
ঘ. রাসেল কোন ব্যাংকে টাকা জমা রাখলে লাভবান হবেন? তোমার মতামত দাও।

১৫.  অহনা ট্রেডার্স একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান গত ৮ বছরে তার প্রাপ্ত আয়ের হার যথাক্রমে ১০%, ২০%, -৫%, ১৫%, ৩৫%, ১০%, ২৫%, ৩০%।

ক. আদর্শ বিচূতি কোন ধরনের পদ্ধতি?
খ. তারল্য ঝুকি কীভাবে সৃষ্টি হয়?
গ. অহনা ট্ৰেডার্সের’ বিনিয়োগের আয়ের গড় থেকে ব্যবধানের বর্গের যোগফল নির্ণয় করো।
ঘ. অহ্ননা ট্ৰেডার্সের বিনিয়োগের আদর্শ বিচূতি নির্ণয় করো এবং আদর্শ বিচূতির সিদ্ধান্ত গ্রহণ নীতি ব্যাখ্যা করো।

১৫। রিফাত ফ্যাশন হাউসের ব্যবস্থাপনা পরিচালক জনাব রিফাত ২০ লাখ টাকা বিনিয়োগ করে একটি উত্পাদনমুখী ব্যবসা শুরু করেন। ২০ লাখ টাকার মধ্যে তিনি ১৮ লাখ টাকা এবিসি ব্যাংক থেকে ৬ বছরের জন্য ১৭% সুদে ঋণ নেন। ১ লাখ টাকা তাঁর পিতার কাছ থেকে এবং ১ লাখ টাকা তাঁর বন্ধুর কাছ থেকে সংগ্রহ করেন। এই মূলধন তিনি বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করেন। যেমন—বিদ্যুৎ বিল বাবদ ১ লাখ টাকা, কর্মচারীদের বেতন বাবদ ৯ লাখ টাকা, ভাড়া প্রদান বাবদ ৪ লাখ টাকা এবং নতুন মেশিন ক্রয় বাবদ ৬ লাখ টাকা। ২০১২ সালের আর্থিক বিবরণীতে দেখা যাচ্ছে প্রতিষ্ঠানটি ক্ষতির সম্মুখীন হচ্ছে।

ক. পিপিপি কী?       
খ. লভ্যাংশ সমতাকরণ বলতে কী বোঝায়? 
গ. উদ্দীপকে রিফাত ফ্যাশন হাউসের ব্যবস্থাপনা পরিচালক জনাব রিফাতের সামগ্রিক কার্যক্রমকে কী বলা যায়? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে জনাব রিফাত কোন নীতিটি সঠিকভাবে অনুসরণ করলে ক্ষতির সম্মুখীন হতেন না বলে মনে করো? যুক্তিসহ বিশ্লেষণ করো।


১৬। 



ক. স্বল্পমেয়াদি অর্থায়ন কী?
খ. বাণিজ্যিক পত্র বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে বর্ণিত চৌধুরী ফ্যাশন লিমিটেডের অর্থায়নের সিদ্ধান্তটি ব্যাখ্যা করো।     
ঘ. উদ্দীপকের প্রতিষ্ঠান দুটির মধ্যে কোন প্রতিষ্ঠানের সিদ্ধান্তটি সর্বাধিক গ্রহণযোগ্য? বিশ্লেষণ করো।         

১৭. মি. জাকিরের ছেলের মেডিক্যাল কলেজে পড়াশোনা বাবদ আগামী ৫ বছরের প্রতিবছর ১ লাখ টাকা প্রয়োজন। একটি বীমা কম্পানি এই অর্থ প্রদান করতে রাজি হয়েছে। বীমা কম্পানির সুদের হার ১২%, অন্যদিকে জাকিরের বড় ভাই সিয়াম ১০ বছরের জন্য ১০,০০০ টাকা ব্যাংকে জমিয়ে রাখতে চান। উত্তরা ব্যাংক সিয়ামকে ১২% মাসিক চক্রবৃদ্ধি হারে সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে। অপরপক্ষে রূপালী ব্যাংক ১৪% অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি হারে সুদ প্রদান করবে। এ অবস্থায় সিয়াম কোন ব্যাংকে টাকা জমা রাখবে তা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছেন।

ক. বাট্টাকরণ কী?       
খ. সুযোগ ব্যয় বলতে কী বোঝায়?     
গ. উদ্দীপকে জাকিরকে বীমা কম্পানিতে বর্তমানে কত টাকা জমা রাখতে হবে?
ঘ. উদ্দীপকে সিয়ামের কোন ব্যাংকে টাকা জমা রাখা লাভজনক—তা বিশ্লেষণ করো।       

১৮. মি. আলম চৌধুরী রূপালী টেক্সটাইলের আর্থিক ব্যবস্থাপক। কম্পানির সাধারণ শেয়ার মূলধন ১০০ কোটি টাকা এবং অগ্রাধিকার শেয়ার মূলধন ৫০ কোটি টাকা। অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশের হার ১৫%। সাধারণ শেয়ার ও অগ্রাধিকার শেয়ারের বাজারমূল্য যথাক্রমে ১৫০ ও ১০০ টাকা। কম্পানি এ বছর সাধারণ শেয়ার মালিকদের প্রতি শেয়ারে ১২ টাকা লভ্যাংশ প্রদান করেছে এবং অতীতে কম্পানি কর্তৃক প্রদত্ত লভ্যাংশ ৫% হারে বৃদ্ধি পেয়েছে। কর হার ৪০%। মি. আলমের বন্ধু রাসেল তাঁকে গড় মূলধন ব্যয় হ্রাস করার জন্য ঋণ মূলধন ব্যবহারের পরামর্শ দিলেন। বন্ধুর পরামর্শ অনুযায়ী মি. আলম ৫০ কোটি টাকা ঋণ মূলধন সংগ্রহ করলেন। সুদের হার ১৩%।

ক. ডিবেঞ্চার কী?       
খ. অগ্রাধিকার শেয়ার বলতে কী বোঝায়? 
গ. উদ্দীপকে রূপালী টেক্সটাইলের সাধারণ শেয়ারের মূলধন ব্যয় নির্ণয় করো।       
ঘ. উদ্দীপকে মি. আলম তাঁর বন্ধুর পরামর্শ অনুযায়ী ৫০ কোটি টাকা ঋণ গ্রহণ করলে গড় মূলধন ব্যয়ের ওপর কী প্রভাব পড়বে? বিশ্লেষণ করো।



১৯. দুটি সিকিউরিটির মোট আয়ের হার নিম্নরূপ :

ক. পে-ব্যাক সময় পদ্ধতি কী?   
খ. ব্যবসায়িক ঝুঁকি বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে সিকিউরিটি-A এর আদর্শ বিচ্যুতি নির্ণয় করো।       
ঘ. উদ্দীপকে কোন সিকিউরিটি ভালো এবং কেন?         

 ২০। মিরাজ ও রিয়াজ দুই বন্ধু সানসিটি শপিং মলে কেনাকাটা করতে যায়। তাদের কাছে নগদ অর্থ না থাকলেও ইলেকট্রনিক প্লাস্টিক কার্ডের বদৌলতে তারা কেনাকাটা করতে সক্ষম হয়। এ ক্ষেত্রে মিরাজের ব্যাংক হিসাবে টাকা ছিল; কিন্তু রিয়াজের ব্যাংক হিসাবে ছিল না।

ক. ডিপোজিট পেনশন স্কিম হিসাব কী?
খ. ব্যাংক কিভাবে ব্যবসায়িক লেনদেনে সহায়তা করে? বর্ণনা করো।       
গ. উদ্দীপকে ব্যাংকের কোন পণ্যের কারণে মিরাজের কেনাকাটা সহজ হয়েছিল? ব্যাখ্যা করো।       
ঘ. হিসাবে টাকা না থাকা সত্ত্বেও কিভাবে রিয়াজ কেনাকাটা করল? বিশ্লেষণ করো।   

২১। সম্প্রতি সুরমা ব্যাংক লিমিটেডের সব শাখায় একটি নির্দেশনা প্রদান করে। নির্দেশনা অনুযায়ী মঞ্জুরীকৃত ঋণের অর্থ নগদে না দিয়ে ঋণগ্রহীতার আমানত হিসাবে স্থানান্তর করতে হবে। সুরমা ব্যাংকের সাভার শাখা উল্লিখিত নির্দেশনা মেনে চলে। তবে সাভার শাখা বাণিজ্যিক ব্যাংকের একটি মূলনীতি অনুসরণ করতে ব্যর্থ হয়। ফলে সাভার শাখা অধিকাংশ ঋণগ্রহীতার কাছ থেকে প্রদত্ত ঋণের অর্থ আদায় করতে পারছে না।

ক. কে প্রত্যয়পত্র ইস্যু করে?     
খ. ব্যাংক কিভাবে অর্থের নিরাপত্তা বিধান করে?   
গ. উদ্দীপকে সুরমা ব্যাংক কর্তৃক সম্প্রতি জারীকৃত নির্দেশনার ফলে কোন ধরনের আমানত সৃষ্টি হবে? ব্যাখ্যা করো।       
ঘ. উদ্দীপকে সাভার শাখার কর্মকাণ্ডে বাণিজ্যিক ব্যাংকের কোন মূলনীতি লঙ্ঘিত হয়েছে? বিশ্লেষণ করো।     


২২.  মি. মামুন ও তার দুই বন্ধু এবিসি ব্যাংক লিমিটেডের মালিক। ব্যাংকটি একটি মাত্র কার্যালয়ের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে। ব্যাংকটিকে কেন্দ্রীয় ব্যাংকে বিধিবদ্ধ রিজার্ভ সংরক্ষণ করতে হয় না। সম্প্রতি অন্যান্য ব্যাংকের সঙ্গে ব্যাংকটির আন্তব্যাংকিং লেনদেন বেড়েছে। এসব লেনদেন নিষ্পত্তির জন্য ব্যাংকটি সরাসরি কেন্দ্রীয় ব্যাংকের নিকাশঘর সুবিধা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ক. ব্যাংকিং কী?       
খ. ইজারা বলতে কী বোঝায়?   
গ. কাঠামোভিত্তিক শ্রেণিবিভাগ অনুযায়ী উদ্দীপকের ব্যাংকটি কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো।     
ঘ. নিকাশঘর সুবিধা পাওয়ার জন্য এবিসি ব্যাংকের করণীয় সুপারিশ করো।       

২৩.  xyz ব্যাংক লি. দারুণভাবে অর্থ সংকটে পড়েছে। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সহায়তা চেয়ে তারা অর্থ সংগ্রহ করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়। এ অবস্থায় অন্য একটি ব্যাংকের পরামর্শে ব্যাংকের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের কাছে আবেদন করলে প্রয়োজনীয় ঋণ পায়। ওই নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানটি দেশের সুষম উন্নয়নের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে থাকে।

ক. চলতি হিসাব কী?     
খ. হুকুম চেক বলতে কী বোঝায়? 
গ. উদ্দীপকে xyz ব্যাংক লি. কোন ব্যাংক প্রতিষ্ঠান থেকে ঋণ সুবিধা পেয়েছে? বর্ণনা করো।
ঘ. উদ্দীপকের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানটি কিভাবে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে? বিশ্লেষণ করো।

1 comment:

Powered by Blogger.