এইচএসসি রসায়ন প্রথম পত্র সাজেশন

এইচএসসি রসায়ন প্রথম পত্র সাজেশন।



অধ্যায় ১----

ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার (ব্যুরেট, ফানেল,যন্ত্রপাতি কৌশল,পিপেট,প্রমাণ দ্রবণ, টাইট্রেশন, মাইক্রো ম্যাক্রো)

ভাল করে দেখবা। তবে পুরা চ্যাপ্টার টা মাথায় এঁটে রাখবা। কারণ এমসিকিউ আসতে পারে।

অধ্যায় ২----

গুণগত রসায়ন ------
----(ইলেকট্রন, প্রোটন,নিউট্রন,)
----(রাদারফোর্ড দেখবা তবে বোরটা বেশি করে দেখা ভালো।)
-----এদের তুলনা একবার দেখে যাবা।
-----আইসোটোপ -বার,টোন যেকোনো একটা আসে।
----কোয়ান্টাম সংখ্যা।
------কোয়ান্টামের আকৃতি, শক্তিক্রম দেখবা মাস্ট।
----*আউফবাউ, *হুন্ড,  পলি নীতি শেখা লাগবে। (এগুলার উদাহরণ করবা যা পাও।    ব্যতিক্রম দেখবা একটু।
------চুম্বকীয়  বর্ণালি।
-----হাইড্রোজেন বর্ণালি  ++ রিডাবারগ ++ নিয়ে ম্যাথ না দেখে এক্সাম দিতে বসবে না😡।---জাল্টাকা নিয়ে ওটা একবার দেখবা।---দ্রাব্যতা  নীতি,গুণাংক ম্যাথ।পাতন, ঊর্ধ্পাতন,  এসব দেখবা হাল্কা।ক্রোমাটোগ্রাফি টা এমসিকিউ এর জন্য দেখবা।

অধ্যায় ৩-----*

---S,P, D, F ব্লক মৌল গুলি কতটা,  কোন গুলি দেখবা। হ্যালোজেন শ্রেণি কোনটা,  নিষ্ক্রিয় কোনটা, (১----৩০) পারমাণবিক সংখ্যা ,  ভর,  ইলেক্ট্রন বিন্যাস জানা দরকার। একটা মিডিয়াম স্টুডেন্ট ইন্টারের ।আর ভালো স্টুডেন্ট হতে ৪০/৫০ অব্দি শেখা দরকার। মাঝে মাঝে দূরের কিছু চোখে চোখে রাখবা। --------গলনাঙ্ক, স্ফুটনাংক,  ইলেক্ট্রো নেগেটিভিটি, আয়নিকরণ শক্তি, ধাতব বৈশিষ্ট্য এসব নিয়ে একটা পিক এড করে দিব এই পোস্টে। কাল একটু দেখে নিও। প্লিস।------অক্সাইডের প্রকৃতি--সমযোজী বন্ধন,----মোস্ট----১০০% আসার পসিবিলিটি----হাইব্রিডাইজেশন---sp, sp2,sp3 এসব কোনটা কি দেখবা।----হাইড্রোজেন বন্ধন--ভ্যান্ডার ওয়ালস বল।---অজৈব যৌগের নাম করণ একটু দেখবা।

অধ্যায় ৪-----

---এক মুখী, উভয়মুখী, সক্রিয়ন শক্তি,প্রভাবক-------রাসায়নিক সাম্যাবস্থা   (তাপ চাপ ঘনমাত্রার প্রভাব)----লা শ্যাতেলিয়ারের নীতি+ প্রয়োগ।---- ভরক্রিয়া
--Kp, Kc, pH,  এসিড ক্ষারের তীব্রতা,  এসবের ম্যাথ মাস্ট করবা। pH বের করার ম্যাথ করবে মাস্ট
--আয়নিক গুনফল
---বাফার দ্রবণ (ক খ)
---হেস আর ল্যাভেসিয়ে  সূত্র++তাপহারী।
-----ক্যালোরোমিতি---মৃদু এসিড,  ক্ষার কোনটা কি দেখে নিবা +++ বন্ধন শক্তি

অধ্যায় ৫......

---কৌটা  জাতকরণ
বিশেষ করে ( বাঁশ কোরল,   কাগজ, )  ----প্রিজারভেটিভ
---সাস্পেনশন, ইমালশন,  কোয়াগুলেশন, (দুধে, চরবি এগুলা কিসে কি ইউজ হয়।---স্নো, কোল্ড ক্রিম আফটার শেভ, ট্যালকম, -কলয়েডের প্রকার।----টয়লেট,গ্লাস   ক্লিনার।--ভিনেগার।লাস্ট অধ্যায় থেকে মাস্ট আসে। বারবার দেখেছি।

তবে ২,৩,৪ করবা ৫ টাই আন্সার করা যায়।২, ৩ বেশি ফোকাসে রাখ এট লিস্ট ৩ টা করতে পারবা। আর  সাথে ৫ টাও পড়লে মোট ৪ টা আন্সার করে আস্তে পারবা।দেখো এগুলা সব গুরুত্বপূর্ণ।  এখন পড়ে রাখলে ভর্তি পরীক্ষাতে ভালো প্রস্তুতিও হবে।

3 comments:

Powered by Blogger.